Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

দেশের উন্নয়ন চাইলে নৌকার বিকল্প নেই: রমেশ চন্দ্র সেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৮, ১০:১২ PM
আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮, ১০:১২ PM

bdmorning Image Preview


ঠাকুরগাঁও প্রতিনিধি:

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে সব ভেদাভেদ ভুলে নেতাকর্মীদের এক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকের বিজয়ের বিকল্প নেই।

বুধবার (১২ ডিসেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নে নির্বাচনী গণসংযোগের পথসভায় বক্তব্যে তিনি এ কথা বলেন।

গণসংযোগে রমেশ চন্দ্র সেন সহ নেতা-কর্মীরা ঠাকুরগাঁও-১ আসনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য জনগণের হাতে লিফলেট বিতরণ করেন।

রমেশ চন্দ্র সেন বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের উন্নয়নে বদ্ধপরিকর। আমাদের সরকার দেশের উন্নয়নে সবসময় কাজ করেছেন। তাই আজ দেশ হয়েছে উন্নতশীল দেশ। এ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। সেজন্য আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. মকবুল হোসেন বাবু, মাহবুবুর রহমান খোকন, দপ্তর সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসরাম, বড়গাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি প্রমুখ।

পরে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন সদর উপজেলার আক্চা ইউনিয়ণ আওয়ামী লীগ আয়োজিত হাটসভায় যোগ দেন। এ সময় নেতা-কর্মীরা হাত তালির মধ্যে দিয়ে রমেশ সেনকে স্বাগত জানান এবং নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য প্রতিজ্ঞা করেন। সেই সাথে নৌকার বিজয় নিয়েই নেতাকর্মী ঘরে ফিরবেন বলে জানান।

Bootstrap Image Preview