Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিএনপি দেশকে অস্থিতিশীল করতে চায়: কাজী নাবিল আহমেদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৮, ০৭:৪২ PM
আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮, ০৭:৪২ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


বিএনপি দাবি করতো তারা মুক্তিযুদ্ধের পক্ষের দল। কিন্তু নির্বাচনি কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে যুদ্ধাপরাধী জামায়াতকে ধানের শীষ প্রতীক দিয়ে তারা প্রমাণ করেছে তারা পাকিস্তানের পক্ষে। পাকিস্তান ও আইএসআইয়ের প্রেসক্রিপশনে দলছুট কিছু লোককে একত্রিত করে ওই চক্র দেশকে অস্থিতিশীল করতে চায় বলে মন্তব্য করেছেন, যশোর-৩ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী নাবিল আহমেদ।

মঙ্গলবার বিকেলে যশোর সদর রামনগর ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে নির্বাচনি কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এমপি কাজী নাবিল আরও বলেন, ২০২১ সালে শেখ হাসিনার সরকারের নেতৃত্বেই আমরা স্বাধীনতার ৫০ বছর পূর্তি উৎসব করতে চাই। আমরা চাই, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম শতবর্ষ পালন করতে। আর এসব করতে আমাদের অবশ্যই ছোট খাট সব বিভেদ, তুচ্ছ মন কষাকষি, রেষারেষি ভুলে যেতে হবে।

তিনি বলেন,৩০ ডিসেম্বর আমাদের মহাপরীক্ষার দিন। এখন আমাদের একটাই মাত্র কাজ, ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের নেতাকর্মীদের সমন্বয় করে নৌকা মার্কার জন্যে ভোট প্রার্থনা। যদি আবারও ক্ষমতায় আসতে পারি, তাহলে সব অনুযোগ-অভিযোগ, দাবি-দাওয়া মন খুলে শুনতে পারবো; সমাধানও করা যাবে। কিন্তু যদি আমরা সরকার গঠন না করতে পারি, তাহলে এসব ক্ষুদ্র ক্ষুদ্র অভিমান তখন আমাদের কষ্টের আর বড় কারণ হয়ে দাঁড়াবে।

বিগত ১০ বছরের উন্নয়ন প্রসঙ্গ তুলে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই উন্নয়ন। তার সফল নেতৃত্বের কারণে আজ আমরা উন্নয়নের মহাসড়কে। বিশ্ব নেতৃবৃন্দ আজ শেখ হাসিনার উন্নয়ন যাদুতে বিস্মিত।

সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ আরও বলেন, সারাদেশের যে উন্নয়ন অগ্রযাত্রা,তা থেকে যশোরও পিছিয়ে নেই। জননেত্রী শেখ হাসিনা যশোরকে প্রথম ডিজিটাল জেলা হিসেবে ঘোষণা করেছেন। এই সময়ে যশোরে একটি বিশ্ববিদ্যালয়, একটি মেডিক্যাল কলেজ, ২৫০ শয্যা থেকে ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, বহুতল বিশিষ্ট আদালত ভবন, জনগণের প্রাণের দাবি ভৈরব নদ খননসহ স্কুল কলেজ সংস্কার ও ভবন নির্মাণের কাজ সম্পন্ন করা হচ্ছে।

তিনি বলেন, পদ্মাসেতু নির্মাণ সম্পন্ন হলে ঢাকা ও চট্টগ্রামের পর যশোর থেকে খুলনা তৃতীয় অর্থনৈতিক জোন হিসেবে গড়ে উঠবে। ইতোমধ্যে যশোর সদর ও শার্শা উপজেলায় দুটি অর্থনৈতিক জোন করা হয়েছে।

এসময় তিনি সব বিভেদ ভুলে নৌকাকে জয়যুক্ত করতে আওয়ামী লগের সব কর্মীকে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করার আহ্বান জানান।

Bootstrap Image Preview