Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে ৩টি আসনে মুখোমুখি নৌকা-লাঙ্গল

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৮, ০৫:৫৯ PM
আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮, ০৫:৫৯ PM

bdmorning Image Preview


সমঝোতা না হওয়ায় মহাজোট নেই হবিগঞ্জ জেলার ৪টি আসনের মধ্যে ৩টি আসনেই। এ অবস্থায় (হবিগঞ্জ-১, হবিগঞ্জ-২ ও হবিগঞ্জ-৩ আসনে) লাঙ্গল ও নৌকা প্রতীক নিয়ে পৃথকভাবে উন্মুক্ত নির্বাচন করবে মহাজোটের অন্যতম শরীক বাংলাদেশ আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। তবে ব্যতিক্রম হবিগঞ্জ-৪ আসন। সেখানে মহাজোটের একক প্রার্থী বর্তমান এমপি এডভোকেট মাহবুব আলী।

জানা যায়, বণ্টন প্রক্রিয়ায় হবিগঞ্জ-১, হবিগঞ্জ-২ ও হবিগঞ্জ-৩ আসনটির বিষয়ে গত রবিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত সমঝোতায় পৌঁছাতে পারেননি মহাজোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ অবস্থায় একই জোটে থেকেও হবিগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের শাহ নেওয়াজ মিলাদ গাজী এবং জাপার আতিকুর রহমান আতিক ভোটে আছেন।

একইভাবে হবিগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের বর্তমান এমপি এডভোকেট আব্দুল মজিদ খানের মুখোমুখি হয়েছেন জাপার শংকর পাল। এ আসনটিতে এবার ভোটের সমীকরণ মেলানো খুবই কঠিন। একদিকে বিএনপির প্রার্থী পরিবর্তন অন্যদিকে আওয়ামী লীগ জোটবিহীন নির্বাচন করছে।

জাতীয় ঐক্যফ্রন্টের (খেলাফত মজলিশ) প্রার্থী এলাকায় খুব একটা পরিচিত না হওয়ায় এবং দলের জন্য নিবেদিত প্রাণ ডা. সাখাওয়াত হাসান জীবনকে বাদ দেয়ায় নেতকর্মীদের মাঝে বিরাজ করছে চরম হতাশা। একই সাথে জাতীয় পার্টি এ আসনে একক প্রার্থী দেয়ায় সুযোগ কাজে লাগাতে পারে এরশাদের ঘনিষ্টভাজন বলে পরিচিত শংকর পাল।

আসনটিতে ৯৬ হাজার সংখ্যালঘু ভোটার আর প্রায় ৩০ হাজার জাতীয় পার্টির ভোটকে ব্যাংক হিসেবে পুঁজি করে মাঠে নেমেছে জাতীয় পার্টি। আসনটিতে কোন্দলহীন জাতীয় পার্টি, সংখ্যালঘু ও মৎসজীবি সম্প্রদায়ের ভোট পড়তে পারে লাঙ্গল প্রতীকে এমনটাই ধারণা সাধারণ ভোটারদের। আর এতে করে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত বর্তমান এমপি আব্দুল মজিদ খান পড়েছেন বিপাকে। তৃণমূল নেতাকর্মীদের দাবী এখানে জয় পেতে হলে একমাত্র ভরসা দলীয় কোন্দল পুরোপুরি নিরসন ও তৃণমূল নেতাকর্মীকে নিয়ে একযোগে মাঠে কাজ করা। তবে নাছোড়বান্দা বলে খ্যাত শংকর পালও আটঘাট বেধে নেমেছেন নির্বাচনী প্রচারণায়।

Bootstrap Image Preview