Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফরিদপুরে আ’লীগ নেতা হত্যা মামলায় আসামি গ্রেফতার  

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৮, ০৫:৩৩ PM
আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮, ০৫:৩৩ PM

bdmorning Image Preview


ফরিদপুরে আওয়ামী লীগ নেতা ইউসুফ আল মামুন হত্যা মামলায় কাশেম ব্যাপারী (৫২) নামে এক এজাহারভূক্ত আসামিকে আটক করেছে র‌্যাব।

আজ বুধবার সকালে ফরিদপুর র‌্যাব ক্যাম্পের একটি দল কোতয়ালীর গোলডাঙ্গী এলাকা থেকে থাকে আটক করা হয়। কাশেম ঐগ্রামের মৃত সিরাজ বেপারীর ছেলে।

ফরিদপুর র‌্যাব জানায়, র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল বুধবার ভোরে  ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন গোলডাঙ্গী গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে কোতয়ালী থানার মামলা নং- ১৯, তারিখ- ১২-১২-২০১৮ খ্রিঃ এর এজাহারনামীয় অন্যতম আসামি কাশেম বেপারীকে আটক করে। আটককৃত আসামীকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য যে, গত ১১-১২-১৮ইং তারিখ সন্ধ্যায় গোলডাঙ্গী বাজারে মাননীয় প্রধানমন্ত্রীকে কটুক্তি করাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি দলের মধ্যে কথা কাটাকাটি সহ একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। উক্ত ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা  মোঃ ইউসুফ আল-মামুন মারা যায়। এ সংক্রান্তে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা রুজু হয়।  

Bootstrap Image Preview