Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সালথায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

 সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৮, ০৩:১১ PM
আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮, ০৩:১১ PM

bdmorning Image Preview


'ডিজিটাল বাংলাদেশ হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা' এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের সালথায় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৮ পালিত হয়েছে।

আর দিবসটি উপলক্ষে আজ বুধবার সকাল ১১ টায় উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. মাকছুদুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সরকারী সালথা কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মণ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মাদ বিন ইয়ামিন, মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী প্রমূখ।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশ আজ ডিজিটালে পরিণত হয়েছে। এই সেবা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। সকলের সহযোগিতায় বাংলাদেশ আরো এগিয়ে যাবে। 

Bootstrap Image Preview