Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জামিন পেলেন হুয়াওয়ের শীর্ষ নির্বাহী মেং

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৮, ০১:১১ PM
আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮, ০১:১১ PM

bdmorning Image Preview


মার্কিন কর্তৃপক্ষের অনুরোধে তাকে গ্রেফতার করার পর চীনের সঙ্গে কানাডার কূটনৈতিক উত্তেজনা শুরু হয়। আটকের ১০ দিন পর চীনের টেলিকম জায়ান্ট হুয়াওয়ের শীর্ষ নির্বাহী মেং ওয়াংহোকে কানাডার আদালত বুধবার জামিন দিয়েছে।

তাকে জামিন দেয়া হলে আদালত কক্ষ আনন্দে মুখরিত হয়ে ওঠে। মেংও আনন্দে কেঁদে ফেলে আইনজীবীকে জড়িয়ে ধরেন।

হুয়াওয়ের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা ও কোম্পানিটির প্রতিষ্ঠাতার মেয়ে মেং ওয়াংহোর বিরুদ্ধে ইরান সংশ্লিষ্ট অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে বিভিন্ন বহুজাতিক ব্যাংককে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।

জামিনে থাকা অবস্থায় মেংকে পায়ের গোড়ালিতে পর্যবেক্ষণ যন্ত্র পরে থাকতে হবে, যাতে তার অবস্থান সহজেই কানাডীয় কর্তৃপক্ষ শনাক্ত করতে পারেন। এছাড়াও তাকে রাত ১১টা থেকে সকাল ৬টায় পর্যন্ত বাড়িতে অবস্থান করতে হবে।

বিচারক যদি মেংয়ের জামিনের বিরুদ্ধে অবস্থান নিতেন, তবে কানাডার বিচারমন্ত্রীকে পরবর্তীতে অবশ্যই সিদ্ধান্ত নিতে হত, তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যার্পণ করা হবে কিনা।

Bootstrap Image Preview