Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ফ্রান্সে বন্দুকধারীর গুলিতে নিহত ৪

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৭ AM
আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৭ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ফ্রান্সে একটি ব্যস্ত ক্রিসমাস মার্কেটে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই ৪ জন নিহত এবং আরও ৮ জন গুরুতর আহত হয়েছেন।

ফ্রান্সের পূর্বাঞ্চলীয় শহর স্ট্রাসবুর্গে এক বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ৪ জন নিহত হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছে আরও ১১ জন।

স্ট্রাসবার্গের ওই ক্রিসমাস মার্কেটে মঙ্গলবার সন্ধ্যায় হামলাকারী ওই বন্দুকধারী ২৯ বছর বয়সী এক ফরাসি নাগরিক বলে জানিয়েছে পুলিশ। 

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ২০১৫ সাল থেকে ইসলামিক স্টেট জঙ্গিদের আক্রমণের ঝুঁকি সম্পর্কে সতর্ক ছিল ফ্রান্সের পুলিশ। ক্রিসমাস মার্কেটেও যথেষ্ট নিরাপত্তা ছিল।  তবে হামলার উদ্দেশ্য সম্পর্কে ধারণা পাওয়া যায়নি।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার কাস্টনার বলেছেন, বন্দুকধারী নিরাপত্তা বাহিনীর কাছে পরিচিত। তাকে আগেই বিপজ্জনক বলে চিহ্নিত করা হয়েছিল। আগেও তার বিরুদ্ধে অপকর্মের রেকর্ড রয়েছে। ঘটনার পর থেকেই পুলিশ তাকে হন্নে হয়ে খুঁজছে।

পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। তবে কী কারণে এ হামলা তা এখনও জানতে পারেনি পুলিশ। আহত ৮ জনের মধ্যে সাত জনের অবস্থাই আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Bootstrap Image Preview