Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মিরপুরে শেষ ম্যাচ, কান্নায় ভেসে গেল গ্যালারি যা বললেন মাশরাফি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৮, ০১:০৩ AM
আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮, ০১:১৪ AM

bdmorning Image Preview


গ্যালারিতে ভক্তদের কান্না কাটি। তবে সেটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের হারের জন্য নয়। বাতাসে খবর আগেই ছড়িয়ে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি নাকি মাশরাফির মিরপুরে শেষ ওয়ানডে ম্যাচ। সেই কারনেই আবেগ ধরে রাখতে না পেরে গ্যালারিতে বয়ছিলো কান্নার মিছিল।

ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে ভক্তদের এই কান্না কাটির কথা শুনে ম্যাশ নিজেও আবেগ প্রবণ হয়ে পড়ে। কি বলবেন তিনি বুঝে পারছিলেন না। চোখের পানি যেন কিছুতেই ধরে রাখতে পারছিলেন তিনি। সেটা তাঁর কথা বলার সময় বুঝা যাচ্ছিলো। খুব কষ্টে চোখের পানি আটকিয়ে রেখে আবেগ গলায় বললেন,'না খুবই স্বাভাবিক আমরা তো একটু ইমশনাল। এই জিনিস গুলো অবশ্যই টাচ করবে খুব স্বাভাবিক। ওই জিনিস গুলো আমার সামনে ঘটলে আমিও অনুভব করতাম। এটা অবশ্যই ভালো লাগা যেমন তার থেকে খারাপ লাগাটাও লাগে। আমার সাইডেও থাকে, তাদের জন্যও খারাপ লাগে। এটা খুব স্বাভাবিক, এটা একটা প্রক্রিয়া, একদিন না একদিন যেতে হবে এটা খুব স্বাভাবিক। যেমন টি২০ থেকে প্রায় বছর খানিক হয়ে গেছে বলে গেছি। এখন ওয়ানডে খেলছি, আর কিছুদিন হয়তো খেলবো। আসলে এক্সাকলি শেষ ম্যাচ কিনা সেটা বলা কঠিন। কারণ আমি অনেকবার আপনাদের সামনে বলেছি আমি ডিসাইড করে কাজ করি না। এমনও হতে পারে নেক্সট ম্যাচ বা তার পরের ম্যাচ খেলে যদি মনে হয় ভালো লাগছে তাহলে ছেড়েও দিতে পারি। সো আমি আসলে আমার ইন্সট্যান্ট গাট ফিলিংয়ের ওপর চলি।  এভাবে কিছু বলা আমার জন্যও কঠিন। কারণ আমি চিন্তাও করি না। তবে এই জিনিস গুলো আমার জন্য অবশ্যই ইমশনাল। এই জিনিস গুলো আমার সামনে ঘটলে দুই পক্ষই কিছুটা সফট হয়ে যায়। সো এটা যত ভালো ফিলিং হোক অবশ্যই কিছুটা খারাপও লাগে।'

মাশরাফিকে এমন আবেগ প্রবণ হতে আগে কখনো দেখা যায়নি। বিশেষ করে কোন সাংবাদিক সম্মেলনে এসে। হয়তো তাঁর মিরপুরে এই ম্যাচ শেষ ম্যাচ না হতে পারে। তার পরেও ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি।

শেষ ম্যাচ কি না তাও জানিয়ে দিয়ে বলেন,'বলতে পারছি না কি হবে সামনে। হতেও পারে নাও হতে পারে। দেখা যাক।'

যদি সত্যিই আগামী ২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপ খেলে বিদায় নেন মাশরাফি । তাহলে সিলেটের স্টেডিয়ামে হবে দেশের মাটিতে শেষ ম্যাচ। এরপর হয়তো দেশের মাটিতে বল হাতে তাকে আর নাও দেখা যেতে পারে।

Bootstrap Image Preview