Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজশাহীতে ইউনিস্যাব'র শীতবস্ত্র বিতরণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৮, ০৯:৩৭ PM
আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮, ০৯:৩৭ PM

bdmorning Image Preview


রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে রাজশাহী বিভাগীয় শাখা ইউনাইটেড ন্যাশন্স ইউথ এন্ড স্টুডেন্টস এ্যাসোসিয়েশন (ইউনিস্যাব)।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) শীতবস্ত্র বিতরণ শেষে দুপুর আড়াইটায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ডিন্স কমপ্লেক্স ভবনে এ শীতবস্ত্র বিতরণের সমাপনী অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল ৬টায় রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় ছিন্নমূল পর্যায়ের অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়। পরে একই দিনে শহরের বিভিন্ন এলাকায় দুস্থদের মাঝে স্থানীয় স্বেচ্ছাসেবী তরুণদের মাধ্যমে কম্বল বিতরণ করা হয়েছে।

এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আশেপাশে এলাকায় দুস্থদের মাঝে ১৫ টি এবং ৩০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, আইন ও ভূমি প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক বিশ্বজিৎ চন্দ্র, সমাজকর্ম বিভাগের অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন প্রমূখ।

ইউনিস্যাব’র রাজশাহীর বিভাগীয় সমন্বয়ক মাহমুদুল হাসান নয়ন এ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

Bootstrap Image Preview