Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দেশে ফিরে যা বললেন ঐশী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৮, ০৯:২৩ PM
আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮, ০৯:২৩ PM

bdmorning Image Preview


গত সোমবার (১০ ডিসেম্বর) ‘মিস ওয়ার্ল্ড ২০১৮’র প্রতিযোগিতা শেষ করে দেশে ফিরেছেন বাংলাদেশের সুন্দরী জান্নাতুল ফেরদৌস ঐশী। তিনি গত (১১ নভেম্বর) এই আসরে অংশ নিতে চীনে পৌঁছান। বর্তমানে তিনি ভ্রমণের সকল ক্লান্তি কাটাতে বিশ্রামে রয়েছেন নিজের বাড়িতেই। আর তারই ফাঁকে বললেন সুন্দরী এই প্রতিযোগিতায় অংশ নেয়ার ছোট ছোট কিছু অনুভূতির কথা।

ঐশী বলেন, ‘এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে সত্যি অনেক কিছু জানা হলো,শেখা হলো। এমনকি মানুষের মনের সৌন্দর্যকে আসলে কিভাবে প্রকাশ করতে হয় সেটিও উপলব্ধি করতে পেরেছি এই প্রতিযোগিতার মাধ্যমে। এই অভিজ্ঞতাটি আমার সারা জীবনের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। অন্তর আমি সত্যি অন্তর শোবিজের কাছে চিরদিনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি যে, আমাকে এমন সুন্দর একটি প্লাটফর্ম তৈরি করে দেয়ার জন্য।’

তিনি বলেন,‘আমার কাছে সবচেয়ে বড় আনন্দটা হলো আমি নিজের দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পেরেছি। আমরা সকল প্রতিযোগীরা ওখানে একটা পরিবারের মতো করে সময় কাটিয়েছি। আর সেই সকল ভিড়ের মধ্যেও সবাই তার নিজের দেশের জন্য সম্মান বয়ে আনতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম। এটি ছিল এক অন্য রকম প্রতিযোগিতা।’

ঐশী বাংলাদেশের মানুষদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আসলে আমার নিজের কোনও ফেসবুক আইডি ছিলো না। আমাকে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের পেজ থেকে আপডেট দেয়া হয়েছিল পুরো আসরটির। যারা আমার জন্য সমর্থন এবং শুভেচ্ছা জানিয়ে ভোট দিয়েছেন তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাতে চাই। আশা করি  বিশ্ব সুন্দরীর ঐ মঞ্চে সামনের দিনগুলোতে আরও অনেক বড় সাফল্য আসবে আমাদের দেশের।’

প্রসঙ্গত, তিনি মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৬৮ তম এই আসরে বিভিন্ন দেশের প্রতিযোগীদের হারিয়ে সেরা ৩০ জনের তালিকায় স্থান করে নিয়েছিলেন। এমনকি তিনি  বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি ফাইনালিস্ট হিসেবে নিজের নাম লিখিয়ে রেকর্ড গড়েছেন।

Bootstrap Image Preview