Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘বোঝার ওপর শাকের আঁটি’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৮, ০৯:০৯ PM
আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮, ০৯:০৯ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পর নির্বাচনের আগে অতিরিক্ত হিসেবে ধর্মমন্ত্রীর দায়িত্ব পাওয়ার বিষয়টিকে ‘বোঝার ওপর শাকের আঁটি’ হিসেবে অভিহিত করেছেন আ ক ম মোজাম্মেল হক।

ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারির পর পরই মঙ্গলবার বেলা পৌনে ৩টার দিকে ধর্ম মন্ত্রণালয়ে উপস্থিত হন মোজাম্মেল হক। এসে তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন। কথা বলেন সাংবাদিকদের সঙ্গেও।

প্রতিক্রিয়ায় মন্ত্রী বলেন, ‘একে তো নির্বাচন, সেখানে আমি প্রার্থী। সেই কারণে আমি যে মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করে আসছি সেটাই এই মাসে পালন করা একটু দুরূহ। তাই এটি (নতুন আরেকটি মন্ত্রণালয়ের দায়িত্ব) বোঝার ওপর শাকের আঁটির মতো।’

তিনি বলেন, ‘এটা রুটিন ওয়ার্ক চালিয়ে যাওয়ার জন্য। এখানে পলিসিগত কিছু নেই। রুটিন ওয়ার্কটা চালিয়ে যেতে হবে। গ্রাম দেশে একটা কথা আছে- যে ভাত রাঁনধে সে চুলও বান্দে। এই রকম হিসেবে আরকি। এটা খুব অল্প সময়ের জন্য। জটিল কিছু করারও নেই, বলারও নেই।’

‘সময় অল্প হলেও আমি দেশবাসীর সহযোগিতা ও দোয়া চাই’ বলেন নতুন ধর্মমন্ত্রী মোজাম্মেল হক।

গত ৯ ডিসেম্বর টেকনোক্র্যাট (সংসদ সদস্য না হলেও মন্ত্রী) আগে জমা দেয়া আরও তিন মন্ত্রীর সঙ্গে ধর্মবিষয়ক মন্ত্রী মতিউর রহমানের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করা হয়। এরপরই ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ শূন্য হয়ে পড়ে। এ কারণে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হককে দেয়া হয়েছে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব।

Bootstrap Image Preview