Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নির্বাচনী প্রচারণায় নামলেন চিত্রনায়ক ফারুক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৮, ০৮:৪৮ PM
আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮, ০৮:৪৮ PM

bdmorning Image Preview


বাংলাদেশ চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক ফারুক আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। তিনি মঙ্গলবার (১১ ডিসেম্বর) স্থানীয় সকল নেতাকর্মীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নেমেছেন। ১৮ বছর পর তার হাত ধরে আবার এই আসনে নৌকা মার্কা ফিরলো।

রাজধানীর গুলশানে অবস্থিত ওয়ান্ডারল্যান্ড মাঠে মিঞা ভাইয়ের জাতীয় নির্বাচনের প্রথম বর্ধিত সভার আয়োজন করা হয়েছে। সেখানে এই আসনের আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা এক হয়ে তার জন্য নির্বাচনী কার্যক্রম চালানোর প্রতিশ্রুতি ব্যক্ত করবেন।

ফারুক বলেন,‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার উপর আস্থা রেখেছেন সেজন্য তার প্রতি আমি চিরকৃতজ্ঞতা জানাতে চাই। এই আসনের সকল মানুষ আমাকে ও নৌকা মার্কা পেয়ে সত্যি সবাই অনেক আনন্দিত। তারা আমাকে নির্বাচনে জয়ী করতে প্রস্তুত। আজ স্থানীয় আওয়ামী লীগের সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে নিয়ে একটি সভার আয়োজন করেছি। এই সভায় সবার সঙ্গে পরামর্শ করে নির্বাচনের রূপরেখা নির্ধারণ করবো। আমি সবাইকে একসঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।’

প্রসঙ্গত,চিত্রনায়ক ফারুক স্কুলজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলনেও যোগ দিয়েছিলেন এবং ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধেও তিনি অংশগ্রহণ করেছিলেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুব স্নেহভাজন একজন মানুষ ছিলেন। এমনকি তার চলচ্চিত্র জগতে পা রাখার অনুপ্রেনতাটা তিনিই দিয়েছিলেন।

তিনি একাধারে চিত্রনায়ক, পরিচালকও প্রযোজক হিসেবে সবার মাঝে পরিচিত। তিনি শতাধিক চলচ্চিত্রে অভিনয় করে জয় করে নিয়েছেন দর্শকদের মন। আর এবার সেই ধারাবাহিকতায় মাঠে নেমেছেন ভোটারের মন জয় করতে।

 

Bootstrap Image Preview