Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ইউএনও’র নামে চাঁদাবাজি, গ্রেফতার যুবক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৮, ০৬:৪১ PM
আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮, ০৬:৪১ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


টাঙ্গাইলের বিজয় দিবস পালনে কথা বলে সখিপুরে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নামে চাঁদাবাজিকালে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবকের নাম আমিন আহমেদ আব্বাসী।

মঙ্গলবার উপজেলার তক্তারচালা গ্রামের হলুদিয়াচালা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি সখিপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের রেজিস্ট্রিপাড়া এলাকায় থাকলেও তার বাড়ি জেলার কালিহাতী উপজেলার আউলিয়াবাদ গ্রামে। তার বাবার নাম হাবিুবুর রহমান আব্বাসী। এ ব্যাপারে থানায় চাঁদাবাজির মামলা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার উপজেলার তক্তারচালা গ্রামের হলুদিয়াচালা এলাকার ব্যবসায়ী চান মাহমুদের কাছে আমিন আহমেদ আব্বাসী মোবাইলে সখীপুরের ইউএনও’র নামে বিজয় দিবস পালন উপলক্ষে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ সময় আবুল কাশেম ও হেলাল উদ্দিন নামের দুই ব্যক্তিকে ইউএনও সাজিয়ে তাদের সঙ্গে ওই ব্যবসায়ীকে ফোনে কথা বলতে বলেন।

আবুল কাশেম নিজেকে ইউএনও দাবি করে বিজয় দিবসের অনুষ্ঠান পালনে তাকে পাঁচ হাজার টাকা চাঁদা দিতে বলেন। বিষয়টি ব্যবসায়ীর সন্দেহ হলে তিনিসহ এলাকার কয়েকজন মিলে অভিযুক্ত চাঁদাবাজকে আটকে রেখে পুলিশে খবর দেন।

থানার উপপরিদর্শক আবদুল জব্বার বলেন, এ ঘটনায় ভুক্তভোগী চান মাহমুদ মামলা করলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে ৫ দিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইল আদালতে পাঠিয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর হোসেন বলেন, গ্রেফতারকৃত চাঁদাবাজের নামে বিভিন্ন সময় নিজেকে সাংবাদিক, মানবাধিকারকর্মী, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। তার সঙ্গে আরও কারা জড়িত আছে খোঁজে বের করার জন্য আদালতে রিমান্ড চাওয়া হয়েছে।

এ বিষয়ে সখীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আমিনুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, তার নামকরণ করে ভুয়া ইউএনও সেজে চাঁদা চাওয়ার সংবাদটি তিনি পুলিশ ও এলাকাবাসী সূত্রে জেনেছেন। এ ধরণের অপতৎপরতা রোধে ও অপরাধীদের বিষয়ে সার্বিকভাবে খোঁজ-খবর রাখা হচ্ছে বলে জানান তিনি।

Bootstrap Image Preview