Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কাঙ্গালিনী সুফিয়ার চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৮, ০৬:২৮ PM
আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮, ০৬:২৮ PM

bdmorning Image Preview


কিছুদিন আগে ব্রেইন স্ট্রোক করে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী কাঙ্গালিনী সুফিয়া। তিনি প্রথমে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিরত ছিলেন। কিন্তু মঙ্গলবার (১১ ডিসেম্বর) ভোরে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে তার উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুফিয়ার মেয়ে পুষ্প এই বিষয়টি জানিয়ে বলেন, ‘মায়ের চিকিৎসা সাভারের এনাম মেডিকেলে চলছিল। আর আজ হাসপাতাল থেকে একটি ফাইনাল রিপোর্ট দেয়ার কথা ছিল। কিন্তু হটাৎ করেই ফজরের আযানের পর কিছু মানুষ আসে এবং তারা বলেন তাড়াতাড়ি রেডি হয়ে নিতে। এরপর তারা জানান, প্রধানমন্ত্রী আমার মায়ের চিকিৎসা ভার নিয়েছেন এবং প্রধানমন্ত্রীর নির্দেশেই তারা এখানে এসেছেন। আমরা রেডি হতে হতেই দেখি অ্যাম্বুলেন্সও রেডি। আর এরপর আমাদের সেই অ্যাম্বুলেন্সে করে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।’

গত মঙ্গলবার সাভারে লোকসম্রাজ্ঞী কাঙ্গালিনী সুফিয়া তার নিজ বাড়িতে বেশ সুস্থই ছিলেন। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পরে। এরপর সাথে সাথে তাকে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে নিয়ে আসা হয়। তখন প্রাথমিক পরীক্ষা করে চিকিৎসকরা জানান,ব্রেইন স্ট্রোক করেছেন তিনি। এমনকি হার্টে ও কিডনীতেও রয়েছে মেজর সমস্যা।

লোকগানের কণ্ঠযোদ্ধা কাঙ্গালিনী সুফিয়া মাত্র ১৪ বছর বয়সে গ্রাম্য একটি অনুষ্ঠানে গান গেয়ে মানুষের মাঝে শিল্পী হিসেবে পরিচিতি পান। এরপর তার নাম বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী হিসেবে অন্তর্ভুক্ত হয়। এ পর্যন্ত তিনি ৩০টি জাতীয় ও ও ১০টি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। তার গাওয়া জনপ্রিয়তা পাওয়া কিছু  গানগুলোর মধ্যে রয়েছে ‘কোনবা পথে নিতাইগঞ্জে যাই’, ‘পরাণের বান্ধব রে’, ‘বুড়ি হইলাম তোর কারণে’, ‘নারীর কাছে কেউ যায় না’ এবং ‘আমার ভাঁটি গাঙের নাইয়া’ ইত্যাদি।

Bootstrap Image Preview