Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্যামনগরে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ উদ্বোধন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৮, ০৬:২৫ PM
আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮, ০৬:২৫ PM

bdmorning Image Preview


সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনী কর্মকর্তাদের দু'দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার  উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে প্রশিক্ষণ  কর্মশালার আনুষ্ঠানিকতা উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক  ও রিটানিং অফিসার এস এম মোস্তফা কামাল।

এসময় তারা তাদের বক্তব্যে বলেন, সকল রাজনৈতিক দল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে। সুষ্ঠু ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রত্যককে আহ্বান জানান।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দু'দিন ব্যাপী এ প্রশিক্ষণে কর্মশালায়  ৯৩জন প্রিজাইডিং অফিসার, ৬০৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১০০৭জন পোলিং অফিসার প্রশিক্ষণ নিবেন।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটানিং অফিসার মোঃ কামরুজজামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান,স্থানীয় সরকার,সাতক্ষীরা উপ-পরিচালক শাহ সাদী,উপজেলা সহকারী কমিশনার ভূমি সুজন সরকার,অতিরিক্ত পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল মোঃ জামিরুল ইসলাম,জেলা নির্বাচন অফিসার মোঃ নাজমুল কবীর,উপজেলা নির্বাচন অফিসার মোঃ রবিউল ইসলাম,শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম প্রমুখ।

Bootstrap Image Preview