Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নির্বাচনী মাঠে আ’লীগ-বিএনপি, দেখা নেই জাপার প্রার্থীর

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৮, ০৬:০৮ PM
আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮, ০৬:০৮ PM

bdmorning Image Preview


লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে গণসংযোগে আওয়ামী লীগ প্রার্থী মোতাহার হোসেন এমপি ও বিএনপি প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান ব্যস্ত সময় পার করলেও দেখা নেই জাতীয় পাটির্র প্রার্থী মেজর (অবঃ) খালেদ আখতারের।

গতকাল সোমবার জেলার হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নে জনসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন আওয়ামী লীগ প্রার্থী মোতাহার হোসেন এমপি। একই সময় হাতীবান্ধা শহরে মিছিলের মাধ্যমে গণসংযোগ শুরু করে বিএনপি প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। কিন্তু মাঠে থাকার ঘোষণা দিয়ে এখন পর্যন্ত জাতীয় পার্টির কোনো কার্যক্রমে দেখা পাওয়া যায়নি তাদের প্রার্থী মেজর (অবঃ) খালেদ আখতারের।

সাধারণ ভোটারদরে সাথে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীকে চিনলেও জাতীয় পার্টির প্রার্থীকে তারা চিনেন না।  

উল্লেখ্য, লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে আওয়ামী লীগ থেকে মোতাহার হোসেন এমপি, বিএনপি থেকে ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, জাতীয় পার্টি থেকে মেজর (অবঃ) খালেদ আখতার, ইশা আন্দোলন থেকে হাবিবুর রহমান বকুল, এনপিপি থেকে আব্দুস ছাত্তার ও বিএনএফ থেকে আলমগীর হোসেন মুরাদ নিবার্চনে অংশ নিয়েছেন। 

Bootstrap Image Preview