Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৬ ফ্র্যাঞ্জাইজির অভিযোগে স্মিথের বিপিএল অনিশ্চিত !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৮, ০৫:১৪ PM
আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮, ০৫:১৪ PM

bdmorning Image Preview


পাকিস্তানি তারকা ক্রিকেটার শোয়েব মালিকের পরিবর্তে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে কুমিল্লা ভেক্টোরিয়ান্সের হয়ে খেলতে চেয়েছিলেন অজি নিষিদ্ধ ক্রিকেটার স্টিভেন স্মিথ। কিন্তু সেটি আর হচ্ছে না।  নিয়ম অনুযায়ী ড্রাফটের বাইরে কাউকে বদলি ক্রিকেটার হিসেবে নিতে পারবে না কোন ফ্র্যাঞ্জাইজিই। তাই স্মিথকে নেয়ায় আপত্তি জানিয়েছে  বাকি ফ্র্যাঞ্জাইজিগুলো।

কিন্তু তার পরে বিপিএল কমিটি স্মিথকে খেলার অনুমতি দেয়। এরপরেই ফ্র্যাঞ্জাইজি গুলোর মধ্যে জটিলতা দেখা দেয়।তাই কোন উপায় না পেয়ে বিষয়টি বিসিবির হাতে ছেড়ে দিয়েছে বিপিএল কমিটি।

এই বিষয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, 'টেকনিক্যাল কমিটি সমাধান না করতে পারায় আমরা বিষয়টি ক্রিকেট বোর্ডের ওপর ছেড়ে দিয়েছি। শুরুতে আপত্তি জানিয়েছিল রংপুর রাইডার্স। পরে প্রায় সব ফ্র্যাঞ্চাইজি। যেহেতু বিষয়টি জটিল, শুরুতে অনুমোদন দেওয়ার পরও আবার বিষয়টি আলোচনা করতে হয়েছে। সেটির সমাধান না হওয়ায় আমরা বোর্ডের ওপর ছেড়ে দিয়েছি। বোর্ড ঠিক করবে, কী করা যাবে। নেক্সট বোর্ড মিটিং বা অনুষ্ঠানিকভাবে হয়তো তাদের জানিয়ে দেওয়া হবে।’ 

তিনি আরো বলেন ,বাইলজ অনুযায়ী ড্রাফটের বাইরে কুমিল্লা এখন আসলে নিতে পারে না বিদেশি ক্রিকেটার। নিলে নিতে হবে ড্রাফট থেকে। বৃহৎ স্বার্থে আমরা বিষয়টি ছাড় দিয়েছিলাম। কিন্তু অন্যদের আপত্তির কারণে সেটা আপাতত হচ্ছে না। এখন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে ক্রিকেট বোর্ড।’

কুমিল্লার হয়ে শোয়েব মালিক ৪টি ম্যাচ খেলবেন। এরপর ১৯ জানুয়ারী দক্ষিণ আফ্রিকায় দলের সাথে যোগ দিবেন। তাই তাঁর পরিবর্তে স্মিথের খেলার কথা থাকলেও এখন সেটি অনিশ্চিতই বলা যাচ্ছে।

Bootstrap Image Preview