Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

‘লেটস টক উইথ শেখ হাসিনা’ দেখতে বিডিমর্নিংয়ে চোখ রাখুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৮, ০৫:০৭ PM
আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮, ০৬:০৭ PM

bdmorning Image Preview
ছবিঃ বিডিমর্নিং


সিআরআই আয়োজিত তরুণদের সাথে প্রধানমন্ত্রীর মতবিনিময় অনুষ্ঠান ‘লেটস টক উইথ শেখ হাসিনা’ দেখতে বিডিমর্নিংয়ের অফিসিয়াল ফেসবুক পেজে চোখ রাখুন।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) রাত ৮.৩০ মিনিটে বিডিমর্নিংয়ের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ অনুষ্ঠান সম্প্রচার করা হবে।

‘লেটস টক উইথ শেখ হাসিনা’ অনুষ্ঠানে সারা দেশ থেকে ১৫০ জন তরুণের সঙ্গে বিভিন্ন নীতিনির্ধারণী বিষয় নিয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী। বিভিন্ন পেশাজীবী, চাকরিজীবী, উদ্যোক্তা, শিক্ষার্থী, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত এবং দেশ গঠনে উদ্যমী তরুণ প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন এই আয়োজনে।

প্রথমবারের মতো বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী তরুণদের মুখোমুখি হচ্ছেন। তরুণদের অনুপ্রেরণা দিতে এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কথা বলবেন।

এ ছাড়াও প্রধানমন্ত্রীর নিজের জীবনের নানাদিক নিয়েও আলোচনা করবেন। পাশাপাশি তরুণদের কাছ থেকে তাদের স্বপ্নের কথা, স্বপ্নপূরণের কথা ও স্বপ্নের বাংলাদেশ গড়ার কথা শুনবেন। দেশ নিয়ে নিজের ভবিষ্যৎ ভাবনার কথা তরুণদের সামনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী।

আয়োজকরা জানান, সবসময়ই তরুণদের কথা শুনতে এবং তাদের মতামতকে প্রাধান্য দিতে চেষ্টা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অনুষ্ঠানে সরাসরি তরুণদের বিভিন্ন মতামত গ্রহণের পাশাপাশি তাদের প্রশ্নের উত্তর দেবেন প্রধানমন্ত্রী। একজন সাধারণ মানুষ হিসেবে প্রধানমন্ত্রীর জীবনযাপন নিয়েও আলোচনা হবে এই আয়োজনে। ব্যক্তিগত জীবন, নিজস্ব চিন্তা ভাবনা ইত্যাদি নিয়েও তরুণদের সঙ্গে কথা বলবেন তিনি।

এ প্রসঙ্গে সিআরআই এর সিনিয়র বিশ্লেষক ও সমন্বয়ক ব্যারিস্টার শাহ আলী ফরহাদ জানান, তরুণরা যাতে দেশের নীতিনির্ধারকদের সঙ্গে খোলামেলা আলোচনা এবং নিজেদের ভাবনা ও সমস্যাগুলোর কথা নীতিনির্ধারকদের কাছে পৌঁছাতে পারেন সে জন্য সিআরআই নিয়মিত আয়োজন করে আসছে 'লেটস টক'।

এর আগে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদকে নিয়ে বেশ কয়েকবার 'লেটস টক' আয়োজন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আয়োজন করা হচ্ছে 'লেটস টক'। তরুণদের জন্য এটি ভিন্নমাত্রার এক আয়োজন।

বিডিমর্নিং ছাড়াও বাংলাদেশ টেলিভিশন, সময় টিভি, এটিএন নিউজ, ডিবিসি নিউজ, চ্যানেল ২৪, আরটিভি, জিটিভি, চ্যানেল আই, এবং অনলাইন মাধ্যম ইত্তেফাক, কালের কণ্ঠ, সমকাল, যুগান্তর, বিডিনিউজটুয়ান্টিফোর, সারাবাংলা, বাংলাদেশ প্রতিদিন,বাংলানিউজ২৪, বার্তা২৪, বাংলা ট্রিবিউনসহ আরো কিছু ফেসবুক পেজ থেকে এ অনুষ্ঠান সম্প্রচার করা হবে।

Bootstrap Image Preview