Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন শেখ হাসিনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৮, ০৩:৫৫ PM
আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮, ০৩:৫৫ PM

bdmorning Image Preview


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করে আগামীকাল ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। একাদশ  জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেখ হাসিনা তার নির্বাচনী এলাকা গোপালগঞ্জের টুঙ্গীপাড়া-কোটালীপাড়ায় ওইদিনই নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন।

দলীয় সূত্রে জানা গেছে, আগামীকাল সকালে তিনি গণভবন থেকে সড়কপথে মুন্সীগঞ্জের মাওয়া-কাঁঠালবাড়ী দিয়ে টুঙ্গীপাড়া পৌছাবেন। সেখানে তিনি প্রথমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করবেন। তারপর টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন।

দুপুরে মধ্যাহ্নভোজের পর তিনি কোটালীপাড়ার উদ্দেশে রওনা দেবেন। কোটালীপাড়ায় নির্বাচনী জনসভায় ভাষণ শেষে তিনি আবার ঢাকা ফিরবেন কোটালীপাড়ার ভাঙ্গারহাটস্থ কাজী মন্টু ডিগ্রি কলেজ অথবা শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠের যে কোনও স্থানে জনসভা হতে পারে। এ বিষয়ে আজ রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে কোটালীপাড়ার ভাঙ্গারহাট টিটি স্কুল মাঠে নির্বাচনী জনসভা করেন। এর পরে ২০১৬ সালের ৩০ এপ্রিল কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে জনসভা করেছেন। এই দুটি স্থানের মধ্যে যোগাযোগ ব্যবস্থার দিক দিয়ে শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠটি অনেক সুবিধাজনক।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামী ১২ ডিসেম্বর বিকেল ৩টায় সড়ক পথে কোটালীপাড়ায় এসে নির্বাচনী জনসভায় যোগ দেবেন। তিনি স্থানীয় নেতৃবৃন্দের সাথে আলাপ করে জনসভার স্থান নির্ধারণের জন্য নির্দেশ দিয়েছেন। স্থানীয় নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে আজকের মধ্যে (রোববার) স্থান নির্ধারণ করবো।

Bootstrap Image Preview