Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উপার্চাযের হাতে যবিপ্রবি বিএনসিসি চ্যাম্পিয়ন ট্রফি হস্তান্তর

যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৮, ০২:৫০ PM
আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮, ০২:৫০ PM

bdmorning Image Preview


যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিএনসিসি ক্যাডেটরা উপার্চায অধ্যাপক ড. আনোয়ার হোসেনের নিকট তাদের স্কোয়াড্রন ক্যাম্প থেকে অর্জিত চ্যাম্পিয়ন ট্রফি হস্তান্তর করেন।

সোমবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় এই চ্যাম্পিয়ন ট্রফি হস্তান্তর করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন প্রফেসর আন্ডার অফিসার ও অনুজীব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক প্রভাষ চন্দ্র রায়, ক্যাডেট আন্ডার অফিসার ( সিইউও) নুরুল মোস্তোফা চৌধুরী রায়হান সহ ক্যাম্পে অংশগ্রহণকারী ক্যাডেটদের একাংশ।

গত ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত স্কোয়াড্রন ক্যাম্প-২০১৮ তে ক্যাডেট আন্ডার অফিসার ( সিইউও) নুরুল মোস্তোফা চৌধুরী রায়হনের নেতৃত্বে যবিপ্রবির ২২জন ক্যাডেট অংশগ্রহণ করে যা যশোরের চাচড়ায় অবস্থিত স্কাউট ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়।

স্কোয়াড্রন ক্যাম্পে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং যশোরের বিএফ শাহীন কলেজ, ক্যান্টনমেন্ট কলেজ, সরকারি এম এম কলেজ, সরকারি সিটি কলেজ, ড.আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ সহ মোট সাতটি প্রতিষ্ঠানের ক্যাডেটগন অংশগ্রহন করে।

এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের ক্যাডেটদের সাথে প্যারেড, খেলাধুলা ও সংস্কৃতি প্রতিযোগিতায় ৫ টি ইভেন্টে চ্যাম্পিয়ন ও ২ টি ইভেন্টে রানার্স আপ হয় যবিপ্রবি। এর মধ্যে চ্যাম্পিয়ন গানে ক্যাডেট ক্যাডেট ল্যান্স কর্পোরাল মো.ইয়ানুর, নাচে ক্যাডেট ক্যাডেট কর্পোরাল শরীফা সুলতানা মুক্তা, একক অভিনয়ে ক্যাডেট কর্পোরাল শরীফা সুলতানা মুক্তা, দলীয় অভিনয়ে ক্যাডেট ল্যান্স কর্পোরাল মো.ইয়ানুর ও তার দল, উপস্থিত বক্তিতায় ক্যাডেট রেসমা আক্তার সেতু এবং রানার্সআপ হয় ভলিবলে ও গানে ক্যাডেট সিম্মি। এছাড়াও সেরা পুরুষ ক্যাডেট নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করে যবিপ্রবির ক্যাডেট ল্যান্স কর্পোরাল মো.ইয়ানুর এবং সেরা মেয়ে ক্যাডেট যবিপ্রবির ক্যাডেট র্কপোরাল শরীফা সুলতানা মুক্তা।

যবিপ্রবি বিএনসিসির ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) নুরুল মোস্তফা চৌধুরী রায়হান জানান, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, ও বন্যা দূর্গত এলাকায় ত্রান সামগ্রী বিতরণ করা সহ বিশ্ববিদ্যালয়ের সকল কাজে প্রশাসনের সাথে কাজ করেছি আমরা যার দরুন বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থী মহলে কুড়িয়েছি বিশেষ সুনাম।

কিন্তু দুঃখের বিষয় এটা যে, বিএনসিসিকে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষকই পুরোপুরি সাপোর্ট করেন না যার দরুন বিভিন্ন সময়ে বিএনসিসি ক্যাডেটরা বিভিন্ন ধরনের সমস্যা ও বিড়ম্বনার শিকার হয়ে থাকে সর্বপরী সাফল্য ধরে রাখায় যবিপ্রবিকে সেরা প্রতিষ্ঠান হিসেবে ঘোষনা করেন ৩নং স্কোয়াড্রনের ওসি ফ্লাইট লেফটেন্টে সামস।

Bootstrap Image Preview