Bootstrap Image Preview
ঢাকা, ১২ শনিবার, অক্টোবার ২০২৪ | ২৬ আশ্বিন ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'শিক্ষার্থীদের পরিবেশ নিয়ে সচেতন হতে হবে'

বুটেক্স প্রতিনিধি
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৮, ০২:৩২ PM
আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮, ০২:৩২ PM

bdmorning Image Preview


শিক্ষার্থীদের পরিবেশ নিয়ে সচেতন হতে আহ্বান জানিয়েছেন বিভিন্ন বক্তা। গত ৮ ই ডিসেম্বর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে বুটেক্স বিজনেস ক্লাব আয়োজিত "অক্স এন্ড হিউ প্রেজেন্টস টেক্সপ্রেস-২০১৮" শীর্ষক অনুষ্ঠানে তারা এ আহ্বান জানান।

টেক্সপ্রেস বুটেক্স বিজনেস ক্লাবের নতুন একটি উদ্যোগ, যা বুটেক্সের শিক্ষার্থীদের মধ্যে ব্যবসায়িক কৌশল ও উপস্থাপনা শৈলীর ইতিবাচক চর্চায় বিশেষ ভূমিকা রাখবে। এর আগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অনলাইন রাউন্ডে অংশ নেয়। সেখান থেকে বাছাই করে ৭টি দলকে ফাইনালের জন্য মনোনয়ন দেওয়া হয়।

গত ৮ ডিসেম্বর সকাল থেকে নগরীর বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। ফাইনাল রাউন্ডের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন "অক্স এন্ড হিউ" এর সম্মানিত নির্বাহী পরিচালক রাশিদুল ইসলাম রাসেল এবং তার সহযোগী হিসেবে ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মুবাশ্বির তাহমিদ ও সারাফ আনজুম দিশা।

একে একে ৭ টি দলের উপস্থাপনা শেষে বিচারকরা প্রতিযোগিদের জন্য বিভিন্ন দিক-নির্দেশনামূলক কথা বলেন। এ সময় রাশিদুল ইসলাম রাসেল বুটেক্সের বর্তমান সময়ের শিক্ষার্থীদের নিয়ে বেশ আশাবাদী বলে জানান। এর পাশাপাশি তিনি শিক্ষার্থীদের পরিবেশ নিয়ে সচেতন হওয়ার জন্য আহ্বান জানান।

‌বিচারকদের বক্তব্য শেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ, ফলাফল ঘোষণার পালা। "অক্স এন্ড হিউ প্রেজেন্টস টেক্সপ্রেস-২০১৮" এর চ্যাম্পিয়ন টাইটেল অর্জন করতে সক্ষম হয় "টিম এডরয়টিস"। প্রতিযোগিতায় যথাক্রমে ১ম ও ২য় রানার আপ হয় "টিম গেইম চেঞ্জারস" ও "টিম বিসর্গ"। ফলাফল প্রকাশের পরবিচারকবৃন্দ বিজয়ীদের হাতে স্মারক এবং সনদ তুলে দেন।

‌বুটেক্স বিজনেস ক্লাব বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মানোন্নয়নের জন্য প্রতিবছর এরকম বেশ কিছু ইভেন্ট আয়োজন করতে প্রতিজ্ঞাবদ্ধ।

Bootstrap Image Preview