Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কাল থেকে প্রচারণায় নামছেন ফখরুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৮, ০৯:১৭ PM
আপডেট: ১০ ডিসেম্বর ২০১৮, ০৯:১৭ PM

bdmorning Image Preview


আগামীকাল থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় নামবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একাদশ সংসদ নির্বাচনে মির্জা ফখরুল ঠাকুরগাঁও-১ এবং বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সোমবার (১০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন শেষে এ তথ্য জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, আমি কালকে ঠাকুরগাঁও যাব। সেখানে ভোটের প্রচারে অংশ নেব। এরপর বগুড়াও যাব। দুই দিন থেকে ঢাকায় ফিরে আসব।

ফখরুল বলেন, নির্বাচনের প্রচার শুরু হচ্ছে আজ থেকে। আমরা এখন যা দেখছি এই নির্বাচনে কোন সমতল ভূমি নেই। আমরা দেখছি যে, না আছে মিডিয়ার মধ্যে, না আছে সোশ্যাল মিডিয়ার মধ্যে, না আছে প্রচারের মধ্যে। এমনকি আমাদের নেতাকর্মীদের মিথ্যা মামলায়, ভৌতিক মামলায় এখনো গ্রেফতার করা হচ্ছে।

ফখরুল বলেন, শুধু তাই নয় দুর্ভাগ্যজনকভাবে বিচার বিভাগকে ব্যবহার করা হচ্ছে। জামিনের জন্য তারা বারবার পিছিয়ে পিছিয়ে দিয়ে এমন একটা অবস্থা তৈরি করেছে যে, আমাদের সব শীর্ষস্থানীয় গুরুত্বপূর্ণ নেতারা কারাগারে আটক রয়েছেন।

সংবাদ সম্মেলনে  উপস্থিত ছিলেন- দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আতাউর রহমান ঢালী, কেন্দ্রীয় নেতা জি এম ফজলুল হক প্রমুখ।

Bootstrap Image Preview