Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বিজয়ের মাসে পড়শীকে নিয়ে রবির অভিনব মিউজিক ভিডিও

মোঃ ফাহাদ হাসান
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৮, ০৫:৫৪ PM
আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮, ০২:৫৩ PM

bdmorning Image Preview


বিজয়ের মাসে দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী পড়শীকে নিয়ে অভিনব এক মিউজিক ভিডিও তৈরি করলেন টেলিকম কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড। প্রখ্যাত গীতিকার গোবিন্দ হালদার এবং সুরকার সমর দাসের ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল’ বিখ্যাত গানটিকে নতুন আবেশে উপস্থাপন করা হয়েছে। পড়শী ছাড়াও আরও ছিলেন- দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা মাকসুদ, সঙ্গীতশিল্পী এলিটা করিম ও মিনার।

সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী এই মিউজিক ভিডিওতে দেখা যায়- ধানমন্ডির অন্যতম জনসমাগম মুখর এলাকা রবীন্দ্র সরোবরে সাদা চুন গায়ে মাখা তিনটি ভাস্কর্যের আদলে দুই জন ছেলে এবং এক জন মেয়ে দাঁড়িয়ে আছে। উৎসুক জনতা তাদের দেখে বিস্মিত।

হঠাৎ ভাস্কর্যগুলো রবীন্দ্র সরোবরের মাঝে গিয়ে ‘অপরাজেয় বাংলা’র আদলে দাড়িয়ে যায়। এই সময় টুকটুকে লাল পোশাকে আগমন ঘটে কণ্ঠশিল্পী পড়শীর। তার সাথে একে একে যোগ দেন মাকসুদ, এলিটা করিম, মিনার। তারা সমবেত কণ্ঠে গাইতে থাকে- ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল’। আশে পাশের সাধারণ দর্শকেরা এ সময় তাদের সুরে তাল মেলায়।

'দেশের সর্বস্তরের মানুষ জ্বলে উঠেছিল বলেই পেয়েছিলাম স্বাধীনতা, জ্বলে উঠুন আপন শক্তিতে' এমন স্লোগানটিকে সামনে রেখে বিজয়ের মাসে রবির এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।

Bootstrap Image Preview