Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হিরো আলমের মনোনয়ন গ্রহণের নির্দেশ হাইকোর্টের

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৮, ০৪:৪৯ PM
আপডেট: ১০ ডিসেম্বর ২০১৮, ০৪:৪৯ PM

bdmorning Image Preview


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের মনোনয়নপত্র বাতিলে ইসির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রিট করেন হিরো আলম। সোমবার শুনানি শেষেহাই কোর্ট নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছে তার মনোনয়ন  গ্রহণ করতে।

বিচারপতি শেখ হাসান আরিফ ও রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ। আদালতে হিরো আলমের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কাওছার আলী। গতকাল রোববার ইসি দ্বারা প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন বগুড়ার আলোচিত হিরো আলম।

গত ২ ডিসেম্বর যাচাই-বাছাই করে রিটার্নিং কর্মকর্তা হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করেন। ১০ জনের স্বাক্ষরে গরমিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এরপর মনোনয়ন ফিরে পেতে ইসিতে আপিল করেন হিরো আলম। কিন্তু গত ৬ ডিসেম্বর নির্বাচন কমিশন মনোনয়ন অবৈধ ঘোষণার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় হিরো আলম বলেন, ‘হিরোকে জিরো বানানো এত সহজ নয়, এত সহজে মাঠ ছেড়ে যাচ্ছি না। আমি উচ্চ আদালতে আপিল করবো।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে জাতীয় পার্টি থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেও হিরো আলম পরবর্তীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

Bootstrap Image Preview