Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভোটের অধিকার ফিরে পেতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: ড. কামাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৮, ০৪:০৯ PM
আপডেট: ১০ ডিসেম্বর ২০১৮, ০৪:০৯ PM

bdmorning Image Preview


জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন বলেছেন, ভোট মানুষের সাংবিধানিক অধিকার। তা ফিরে পেতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

সোমবার (১০ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে মানবাধিকার দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন। মানবধিকার পরিস্থিতি উন্নয়নে এ সময় সরকারের প্রতি আহবানও জানানতিনি

ড. কামাল হোসেন এ প্রসঙ্গে বর্তমান সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, এরা বিনাভোটে নির্বাচিত হলেও এখনো তারা একজন সংসদ সদস্য হিসেবেই বিবেচিত। তাই তাদের অবস্থান থেকে এখনো কিছু করতে পারেন তারা। কারণ আর কয়েকদিন পর তো সাধারণ পাবলিকে পরিণত হয়ে যাচ্ছে এসব সংসদ সদস্যরা। তাই যাবার আগে প্লিজ একটা কিছু করে যান।

কারণ আপনারা তো বলছেন, দেশের জন্য অনেক উন্নয়ন করেছেন। তাই বিনাবিচারে এভাবে যারা মারা যাচ্ছে তাদের ব্যাপারে খোঁজ নিন, কিছু একটা করুন। তখন জাতিকে বলতে পারবেন, হ্যাঁ আমরা বিনাবিচারে হত্যার ব্যাপারে ক্ষমতার শেষ সময়েও পদক্ষেপ নিয়েছি।

Bootstrap Image Preview