Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নির্বাচন বানচাল করতে পাকিস্তান দূতাবাসে গোপন বৈঠক: কাদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৮, ০২:৩৮ PM
আপডেট: ১০ ডিসেম্বর ২০১৮, ০২:৩৮ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে লন্ডনে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গে তারেক রহমান ও ঢাকায় পাকিস্তান দূতাবাসে বসে বিএনপি মহাসচিবের গোপন বৈঠক করেছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার বেলা ১২টায় নোয়াখালীর মাইজদী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসব মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘লন্ডনে বসে তারেক রহমান, আইএসআই, পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করছে। এ বৈঠকগুলো কেন? ঢাকায় মির্জা ফখরুল পাকিস্তানি দূতাবাসে গিয়ে গোপন বৈঠক করছে। এই বৈঠকের অর্থ কী?

তিনি বলেন, খালেদা জিয়ার নির্বাচন করার কোনো সুযোগ নেই, সেটি বুঝেই তারা এ ষড়যন্ত্রে নেমেছেন। তবে সে গোপন বৈঠকের তথ্য ফাঁস হয়েছে বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের সচেতন জনগণ এসব ষড়যন্ত্র বোঝে। তার অবশ্যই এ ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

Bootstrap Image Preview