Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আজ দেশ ছাড়ছেন এরশাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৮, ০১:৩৬ PM
আপডেট: ১০ ডিসেম্বর ২০১৮, ০১:৩৬ PM

bdmorning Image Preview


চিকিৎসার জন্য আজ রাতেই সিঙ্গাপুর যাচ্ছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সরকারি অনুমোদনের (জিও) অপেক্ষায় প্রহর গুনছিলেন তিনি। অনুমোদন পাওয়ায় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলুকে নিয়ে সিঙ্গাপুর যাচ্ছেন এরশাদ।

সোমবার (১০ ডিসেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়বেন জাপা চেয়ারম্যান।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এরশাদের একান্ত সচিব ও পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার।

এর আগে সকালে জাপা চেয়ারম্যানের উপদেষ্টা রেজাউল করিম বলেন, রানিং পার্লামেন্ট মেম্বার হিসেবে বিদেশ যাওয়ার জন চেয়ারম্যানের গভর্নমেন্ট অর্ডার (জিও) লাগে। সেটা যখনই পাবেন তখন বিদেশে যাবেন।

মনোনয়ন জমা, চূড়ান্ত মনোনয়ন প্রভৃতি গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে অসুস্থ হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি এরশাদ। প্রশ্ন ওঠে, দলের নেতাকর্মীদের তোপ থেকে বাঁচতেই তিনি নিজেকে আলাদা করে রেখেছেন। এমনকী তাকে বাসা ছেড়ে বাইরে বেরুতেও দেখা গেছে কম। ক’দিন ধরেই আলোচনা চলছিল যে কোনো সময় সিঙ্গাপুর যাবেন এরশাদ।

Bootstrap Image Preview