Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কানাডাকে চীনের কড়া হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডস্ক-
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৮, ১১:০৬ AM
আপডেট: ১০ ডিসেম্বর ২০১৮, ১১:০৬ AM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


বৃহৎ টেলিকম প্রতিষ্ঠান হুয়াওয়ের ডেপুটি চেয়ারম্যান মেং ওয়ানঝৌকে গ্রেফতারে কানাডাকে কড়া হুঁশিয়ারি চীনের।

চীনের পররাষ্ট্র মন্ত্রী কানাডার এমন কর্মকাণ্ডকে 'বে-আইনী' ও 'ঘৃণিত' কাজ বলে উল্লেখ করেছেন।

রবিবারের এক বিবৃতিতে চীন জানায় হুয়াওয়ের ডেপুটি চেয়ারম্যান গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা জানায়। সেই সঙ্গে এর কড়া প্রতিবাদ করে দেশটি।

বিবৃতিতে আরও বলা হয়, মেং-কে আইনের আওতায় আনা হোক নতুবা তাকে শিগগিরই মুক্তি দেওয়া হোক।

এমন ঘটনা চীনা নাগরিকদের মৌলিক অধিকারকে খর্ব করেছে। এটি বে-আইনী, নিষ্ঠুর ও জঘন্য কাজ বিবৃতিতে জানায় চীন।

গত ১ ডিসেম্বর মেং ওয়াঝৌকে গ্রেফতার করা হয়েছে। বুধবার এক বিবৃতিতে কানাডার বিচার মন্ত্রী জানান, ‍হুয়াওয়ের ডেপুটি প্রধান মেং কে গ্রেফতার করা হয়েছে। যুক্তরাষ্ট্র তাকে হস্তান্তরের দাবি করেছে।

গ্রেফতারের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে ইরানের উপর অবরোধের শর্ত লঙ্ঘনের অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তদন্ত করছে যুক্তরাষ্ট্র।

Bootstrap Image Preview