Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্যামনগরে ৫ জয়িতাকে সম্মাননা প্রদান

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৮, ১০:১৯ PM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮, ১০:১৯ PM

bdmorning Image Preview


সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে ৫ক্যা টাগরিতে ৫ জন জয়িতাতে সম্মাননা প্রদান করা হয়।

রবিবার (৯ ডিসেম্বর) ক্যাটাগরি অনুযায়ী এ সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননাপ্রাপ্তরা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারীতে রমজাননগর ইউপির ভেটখালী গ্রামের নবাব আলী গাজীর স্ত্রী সুফিয়া খাতুন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে ভূরুলিয়া ইউপির ইছাকুড় গ্রামের সুধাংশু সেনের স্ত্রী চন্দনা সরকার, সফল জননী হিসেবে শ্যামনগর ইউপির চন্ডিপুর গ্রামের আব্দুস সালামের কন্যা আমছুন্নাহার, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যামে জীবন শুরু করেছেন এ ক্যাটাগরিতে শ্যামনগর ইউপির নকিপুর গ্রামের অষ্টমী মালো ও সমাজ উন্নয়নে অবদানের জন্য রমজাননগর ইউপির মানিকখালী গ্রামের গীতা রানী বর্মন।

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শাহানা হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যসহ সম্মাননা স্বারক ও সনদ প্রদান করেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন সরকার।

নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সাবেক অধ্যক্ষ ও জলবায়ু পরিষদ শ্যামনগরের সদস্য সচিব আশেক ই এলাহী,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকির হোসেন,ওয়াল্ডভিশন কর্মকর্তা মমতা চক্রবর্তী, জয়িতা সম্মাননা প্রাপ্ত সামছুন্নাহার, চন্দনা সরকার,সুফিয়া খাতুন, অষ্টমী মালো, গীতা রানী, জাতীয় মহিলা সংস্থার উপজেলা সংগঠক আনিছুর রহমান  প্রমুখ।

একইসাথে এ সময় বেগম রোকেয়া দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Bootstrap Image Preview