Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হুইলচেয়ারে ব্যবহার করায় ভিসা দিল না অস্ট্রেলিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৮, ১০:০৪ PM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮, ১০:০৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সামনেই বড়দিন। অস্ট্রেলিয়ায় পরিবারের সঙ্গে এই উৎসব উদযাপন করতে চেয়েছিলেন ভারতীয় সেনাবাহিনীর এক প্রাক্তন কর্মীকে। কিন্তু হুইলচেয়ার ব্যবহার করায় তাকে ভিসা দিতে প্রত্যাখ্যান করেছে অস্ট্রেলিয়া দূতাবাস।

আনন্দবাজার জানায়, টুইটারে বিষয়টি সামনে নিয়ে এসেছেন ব্রায়ান্না বেল নামের অষ্ট্রেলিয়ার ব্রিসবেন শহরের এক নারী। ব্রায়ান্নার কথা অনুযায়ী, ওই ব্যক্তির নাম শুভজিৎ। বড়দিনের ছুটিতে মাত্র দু'সপ্তাহের জন্য পরিবারের সঙ্গে দেখা করতে চেয়ে একটি পর্যটক ভিসার জন্য আবেদন করেছিলেন ওই ব্যক্তি। কিন্তু অষ্ট্রেলিয়া সরকারের অসুবিধা শুভজিতকে নিয়ে নয়। আপত্তি হাঁটতে-চলতে অক্ষম শুভজিতের হুইলচেয়ার নিয়ে। হুইলচেয়ার ব্যবহার করেন বলেই শুভজিতকে পর্যটক ভিসা দেওয়া যাবে না বলে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে অষ্ট্রেলিয়া সরকারের তরফ থেকে। এমনকি এ-ও বলা হয়েছে, ‘আপনার এই হুইলচেয়ার আমাদের স্বাস্থ্য ব্যবস্থার জন্য একটা বোঝা হয়ে দাঁড়াচ্ছে।’

টুইটারে ব্রিসবেনের বাসিন্দা ব্রায়ান্না বেল লিখছেন, ‘দু’সপ্তাহের ছুটি কাটাতে কেবলই পর্যটক ভিসার জন্য আবেদন করেছিলেন তিনি। তার সঙ্গে ভ্রমণ বীমাও রয়েছে। সেনাবাহিনীতে কাজ করার সময় তার প্যারাপ্লেজিয়া হয়। তা বলে অষ্ট্রেলিয়ার স্বাস্থ্য ব্যবস্থাকে ব্যবহার করার বিন্দুমাত্র ইচ্ছেও তার নেই।’

সেনাবাহিনীতে কাজ করার সময় প্যারাপ্লেজিয়া হয় শুভজিতের। অর্থাৎ পক্ষাঘাত হয় ওই প্রাক্তন সেনাকর্মী। আর তার জন্যই হুইলচেয়ারের সাহায্য নিয়ে চলাফেরা করতে হয় শুভজিতকে।

তবে ব্রায়ান্না নামের ওই নারী চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, হুইলচেয়ার ব্যবহার করেন বলেই এমন বৈষম্যমূলক আচরণের শিকার হতে হলো শুভজিতকে।

ব্রায়ান্না লিখছেন, ‘কেবল একটা হুইলচেযারের সাহায্য নিতে হয় বলেই শুভজিতের সঙ্গে এমন বৈষম্যমূলক আচরণ। অষ্ট্রেলিয়া ওকে ভিসা দিল না, কারণ শুভজিতের হুইলচেয়ার অষ্ট্রেলিয়া সরকারের স্বাস্থ্য ব্যবস্থার জন্য একটা বোঝা হয়ে যাচ্ছে।’

টুইটারে প্রচুর মানুষ শেয়ার করেছেন ব্রায়ান্না বেলের ওই টুইট। এমনকি শুভজিতের স্ত্রী-ও শেয়ার করেছেন ব্রায়ান্নার ওই টুইট।

Bootstrap Image Preview