Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাবিতে বেগম রোকেয়া দিবস পালিত

রাবি প্রতিনিধি:
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৮, ০৭:৩৯ PM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮, ০৭:৩৯ PM

bdmorning Image Preview


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে র‌্যালি ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ড্রামা এসোসিয়েশন (রুডা)।

আজ রাবিবার বেলা ১১টায় রাকসু ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলের সামনে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন।

সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক ছাত্র উপদেষ্টা অধ্যাপক সাদেকুল আরেফিন মাতিন বলেন, ঊনবিংশ শতকে নারীরা ভোগ্যপণ্য হিসেবে ব্যবহৃত হতো। শিক্ষা দীক্ষায় তাদের কোন অধিকার ছিল না। নারীদের ঘরকুনো করে রাখা হতো। বেগম রোকেয়া সেখান থেকে বাংলার মুসলিম নারীদের জন্য সমধিকার আদায়ের জন্য আন্দোলন করে গেছেন।

এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে বেগম রোকেয়া পদক চালু করার দাবি জানান।

এ ছাড়া দিবসটি উপলক্ষে সন্ধ্যায় শহীদ মিনার চত্বরে রুডার ৬৫তম প্রযোজনা  নাটক ‘মঙ্গাকাহিনী’ মঞ্চায়িত করা হবে।

Bootstrap Image Preview