Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধুনটে ৫ জয়িতা পেল সন্মাননা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৮, ০৬:৪৭ PM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮, ০৬:৪৭ PM

bdmorning Image Preview


ধুনট (বগুড়া) প্রতিনিধি:

'জয়িতা অন্বেষণে বাংলাদেশ' এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলায় আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও জয়িতাদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে।

রবিবার (৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ধুনট মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) জিন্নাত রেহেনা।

সভায় আরো বক্তব্য রাখেন- ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, নুরজাহান আকতার, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, ধুনট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অলিফা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, জয়িতা হাসনা আকতার ও তানজিরা বেগম প্রমুখ।

উল্লেখ্য, আলোচনা সভা শেষে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী শিল্পী খাতুন, শিক্ষা ও চাকরী ক্ষেত্রে হাসনা আকতার, সফল জননী মর্জিনা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যেমে জীবন শুরু করা রোকসানা খাতুন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় তানজিরা বেগমসহ ৫ জন জয়িতাকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

Bootstrap Image Preview