Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এসেই ফিরে গেলেন ইমরুল কায়েস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৮, ০৬:০১ PM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮, ০৬:০২ PM

bdmorning Image Preview


সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার পর এবার ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নেমেছে টাইগাররা। প্রথমে টসে জিতে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ১৯৫ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ । জয়ের জন্য টাইগারদের ১৯৬ রান প্রয়োজন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৯ ওভারে ৪৩ রানে ২ উইকেট।
আউট হয়েছেনঃ তামিম(১২) রান।
 
ব্যর্থ হলেন ইমরুলঃ তামিমের বিদায়ের পর উইকেটে আসেন ইমরুল কায়েস।কিন্তু এই দিন বেশি সুবিধা করতে পারলেন না। এসেই থমাসের বলে ইন সাইড বোল্ড আউট হন। ব্যাট হাতে মাত্র ৪ রান করেন তিনি। এই সময় টাইগারদের স্কোর ছিলো ৮ ওভারে ২ উইকেটে ৪২ রান।

ভেঙে গেল লিটন ও তামিমের জুটিঃ তামিম বাদে দলে আরো তিন ওপেনার। তাই প্রথমে তামিমের সঙ্গী কে হবে? সৌম্য, ইমরুল না লিটন । এমন সমীকরণ সামনে রেখে ক্যারিবিয়ানদের দেওয়া ১৯৬ রানের লক্ষে ব্যাটিং করতে লিটনকে উইকেটে আসেন তামিম। এই দুই ব্যাটসম্যান মিলে ২৪ রানের জুটিও গড়ে ফেলেন। কিন্তু খেলার  ৭ ওভারের মাথায় রোচের বলে লিটন ক্যাচ আউট হন। পরে রিপ্লেতে দেখা যায় লিটনের আউটের বলটি ছিলো 'নো' বল। নতুন জীবন ফিরে পান লিটন। কিন্তু পরের ওভারে চেসের বলে বাজে শর্ট খেলে সাজ ঘরে ফিরে যান তামিম।

টাইগারদের  একাদশঃ তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন,মোস্তাফিজুর রহমান,মেহেদী হাসান মিরাজ,লিটন দাস,ইমরুল কায়েস ও মাশরাফি বিন মর্তুজা।

ওয়েস্ট ইন্ডিজ একাদশঃ পাওয়েল, হোপ, ব্রাভো, স্যামুয়েলস, হেটমায়ার, চেস, পাওয়েল, বিশু, পল, রোচ, থমাস।

Bootstrap Image Preview