Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

নুর উদ্দিন মুরাদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৮, ০৫:৫৬ PM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮, ০৫:৫৬ PM

bdmorning Image Preview


'আসুন জাতীয় উন্নয়নের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই' প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০১৮ পালিত হয়েছে।

রবিবার (৯ ডিসেম্বের) সকাল ১০টায় দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, পৃথিবীর প্রায় সব দেশেই দুর্নীতির মূল উৎসটা শুরু হয় জনগণ থেকে। এ ব্যাপারে আমরা হয়তো সবাই একমত নাও হতে পারি তবে এটাই সত্য। জনগণ সচেতন হলে সৎ হলে প্রশাসন বলি আর দেশের যে কোনো সেক্টর বলি দুর্নীতি কিছুটা হলেও কমতো।

তারা বলেন, আমাদের নিজে সচেতন হতে হবে এবং অন্যকে সচেতন করতে হবে। জনগণ সচেতন হলে এবং তাদের মাঝে নৈতিকতাবোধ জাগ্রত হলে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। নৈতিকতা এবং সচেতনতা দুর্নীতি রোধ করার ক্ষেত্রে অনস্বীকার্য।

উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান আঞ্জুমান আরা পারভীনের সভাপতিত্বে ও দুর্নীতি প্রতিরোধ কমিটি সহ-সভাপতি ফরিদা ইয়াসমিন মুক্তার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইয়াছিন,উপজেলা ভাইস-চেয়ারম্যান আজম পাশা রুমেল, উপজেলা প্রকৌশলী ইব্রাহিম খলিল, উপ পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সম্পাদক তাজ উদ্দিন শাহীন, সদস্য নাজমা বেগম শিফা, নুরুল করিম শাহজাহান, নারী নেত্রী পারভীন আক্তার প্রমুখ।

Bootstrap Image Preview