Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাবিতে রোকেয়া দিবস উদযাপন

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৮, ০৪:২৮ PM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮, ০৪:২৮ PM

bdmorning Image Preview


রাজশাহী ইউনিভার্সিটি ড্রামা এসোসিয়েশনের (রুডা) আয়োজনে বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে রোববার বেলা ১১ টায় রাকসু ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের করে সংগঠনটি। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

রুডার সাধারণ সম্পাদক সোহেল রানা হিরোর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন মাতিন। বিশেষ অতিথি ছিলেন মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক ড. এ. কে.এম আরিফুল ইসলাম।

সমাবেশে বক্তারা রোকেয়া দিবসকে ঘিরে তিনটি দাবি জানান, রোকেয়া হলের সামনে তার ভাস্কর্য স্থাপন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে রোকেয়া দিবস উদযাপন করা ও রাবিতে রোকেয়া পদক চালু করা।

দিনব্যাপি কর্মসূচি হিসেবে বিকেল সাড়ে ৫ টায় শহীদ মিনার মুক্তমঞ্চে রুডার ৬৫ তম প্রযোজনা নাটক ‘মঙ্গাকাহিনী’ প্রদর্শিত হবে। এতে রুডার সভাপতি আকাশ কুমারের সভাপতিত্বে রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের অন্তর্ভূক্ত বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। 

Bootstrap Image Preview