Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জীবন যুদ্ধে সাফল্যে গোদাগাড়ীর ৫ জয়িতা পেলেন সম্মাননা

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৮, ০৪:০০ PM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮, ০৪:০৮ PM

bdmorning Image Preview


রাজশাহীর গোদাগাড়ীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০১৮ উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে গোদাগাড়ী উপজেলা প্রশাসনের আয়োজন রবিবার সকাল ১০ টায় একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহিদ ফিরোজ চত্বর প্রদক্ষিণ করে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা মিলনায়তনে দিবসটির পালনের আলোচনা সভা ও ৫ জন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গোদাগাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ইসহাক। আলোচনায় নারীদের সমাজে তাদের অবদান ও তাদের সম্মানের জন্য যা কিছু করা দরকার তা করার ও অর্থনৈতিক ভাবে নারীকে অর্থনৈতিক ভাবে এগিয়ে নেওয়ার গুরুত্বারোপ করা হয়। 

পরে জয়ীতা অন্বেষণ বাংলাদেশ-২০১৮ শীর্ষক কার্যক্রম উপজেলা পর্যায়ের নির্বাচিত জয়িতাদের সম্মানানা প্রদান করা হয়। 

৫ জন সম্মাননা প্রাপ্ত জয়িতারা হলেন অর্থনৈতক ভাবে সাফল্য অর্জনকারী নারী কেল্লাবারুই পাড়া গ্রামের রিনা খাতুন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী পরমান্দপুর গ্রামের মাজেদা খাতুন, সফল জননী রিশিকুলের হাজিপাড়া গ্রামের জাহানারা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী মাধবপুর গ্রামের ফাতেমা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য হাটপাড়া গ্রামের দুলী বেগমকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। এর আগে তাদের জীবনের সফলতার গল্প শোনা হয়। 

Bootstrap Image Preview