Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

শাবি ‘থিয়েটার সাস্ট’র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

শাবি প্রতিনিধি
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৮, ০৩:১০ PM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮, ০৩:১০ PM

bdmorning Image Preview


নানা আয়োজনের মধ্য দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম নাট্য সংগঠন 'থিয়েটার সাস্ট' এর  ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (৮ডিসেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি সেন্টারের সামনে থেকে একটি  র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে সমাবেশে মিলিত হয়। পরে কেক কাটার মাধ্যমে ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন করা হয়।

এসময় সংগঠনটির উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ নিজাম উদ্দীন, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সাইন্স বিভাগের প্রভাষক অনুপ দত্ত, সংগঠনটির সভাপতি আবদুল্লাহ মোঃ আবিদ, সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহমেদ শুভসহ সংগঠনটির সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে ফানুস উড্ডয়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এসময় উপস্থিত ছিলেন থিয়েটার সাস্ট'র উপদেষ্টা ও ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়সহ সংগঠনের সদস্যবৃন্দ।

উল্লেখ্য, ১৯৯৭ সালের ৮ ডিসেম্বর  যাত্রা শুরু বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্রুপ থিয়েটার; থিয়েটার  সাস্ট'। সংগঠনটি প্রতিষ্ঠার পর পেরিয়েছে ২১টি বসন্ত এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের  সাংস্কৃতিক অঙ্গনকে উপহার দিয়েছে ৩২টি নাটক  ১১৭টি সফল প্রদর্শনীসহ ৭টি নাট্যোৎসব । এর মধ্যে উল্লেখযোগ্য নাটক হচ্ছে- 'হাসন রাজা', 'আজ কমন্ডলের ফাঁসি', 'শেষের কবিতা', 'রক্তাক্ত প্রান্তর', 'বেধুয়া', 'সোনার হরিণ', 'এ নিউ টেস্টামেন্ট অব রোমিও এন্ড জুলিয়েট', 'মাধব মালঞ্চী কইন্যা', 'জলতরঙ্গ' ইত্যাদি । এছাড়াও থিয়েটার সাস্ট’ এর মৌলিক নাটকের মধ্যে রয়েছে 'ওরা আসবে', 'ভোক', 'চোর', 'ভাস্কর্য' এবং 'আত্মকথন'।

Bootstrap Image Preview