Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নন্দীগ্রামে নানা আয়োজনে রোকেয়া দিবস পালিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৮, ০২:৪৬ PM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮, ০২:৪৬ PM

bdmorning Image Preview


বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে মধ্য দিয়ে পালিত হলো নারী অধিকার আন্দোলনের পথিকৃৎ বেগম রোকেয়া দিবস। 

দিবসটি উপলক্ষ্যে আজ রবিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একে আজাদ, উপজেলা নির্বাচন অফিসার আশরাফ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম ও নন্দীগ্রাম প্রেসক্লাবে দপ্তর সম্পাদক অদ্বৈত কুমার আকাশ প্রমুখ।

এরপর নির্বাচিত জয়িতাদের সংবর্ধনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  

Bootstrap Image Preview