Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

কাস্টমস কর্মকর্তাদের উপর হামলার প্রতিবাদে বেনাপোলে মানববন্ধন

বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৮, ০২:৩৯ PM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮, ০২:৩৯ PM

bdmorning Image Preview


সিলেটের তামাবিলে বিজিবি কতৃর্ক কাস্টমস কর্মকর্তাদের উপর হামলা এবং নির্যাতনে প্রতিবাদে বেনাপোল কাস্টমস হাউজের সামনে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

আজ রবিবার সকালে খুকাএভ ও বেনাপোল কাস্টমস এক্সিকিউটিভ অফিসার্স এসোসিয়েশন এর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছেন বেনাপোল সি এন্ড এফ এজেন্ট, বেনাপোল বন্দর কতৃপক্ষ, সি এন্ড এফ স্টাফ এ্যাসোসিয়েশন, ট্রান্সপোর্ট এ্যাসোসিয়েশন সহ বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন।

প্রতিবাদ সভা বক্তব্য রাখেন কাস্টমস খুকাএভ এর সাধারণ সম্পাদক মোস্তফা আব্দুল্লাহ আল মামুন, রাজস্ব কর্মকর্তা খন্দকার গোলাম মর্তজা, নূর মোহম্মদ, কামরুজ্জামান, সহকারী রাজস্ব কর্মকর্তা বিশ্বনাথ কুন্ডু, নাদিম আহমেদ, বন্দর কর্মচারী এসোসিয়েশনের সহ-সভাপতি মনির হোসেন সহ প্রমুখ।

জানা যায়, গত ৬ ডিসেম্বর সিলেটের তামাবিল স্থল বন্দরে ভারতে গমন ও বহির্গমন যাত্রীদের ব্যাগ তল্লাশিকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কাস্টমস কর্মকর্তাদের মাঝে সৃষ্ট বিরোধের পর হামলায় কাস্টমসের ৫ জন কর্মকর্তা আহত হয়েছেন।

প্রতিবাদ সভায় বক্তারা এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে দোষী বিজিবি সদস্যদের বিচারের জোর দাবি জানান। 

Bootstrap Image Preview