Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

চরভদ্রাসনে বেগম রোকেয়া দিবস পালিত

মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন প্রতিনিধিঃ 
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৮, ০২:১৮ PM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮, ০২:১৮ PM

bdmorning Image Preview


ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০১৮ পালিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার (৯ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক র‌্যালি ও মানববন্ধন বের করা হয়।

র‌্যালিটি সদর বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে মানববন্ধন ও উপজেলা অডিটরিয়াম হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা কাকলী এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এজি.এম. বাদল আমিন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা (ভারপ্রাপ্ত) কৃষি কর্মকর্তা মোঃ মফিজুর রহমান।

এসময় বেগম রোকেয়া দিবস ও নারী  নির্যাতন প্রতিরোধ পক্ষ এর উপর তাৎপর্যমূলক বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মালিক তানভির হোসেন, সাংবাদিক মেজবাহ্ উদ্দিন, সংরক্ষিত ইউপি মেম্বার সূচিত্রা রানী সিং প্রমুখ।

পরে, উপস্থিত অতিথিরা উপজেলায় এবছর অর্থনৈতিক, সামাজিক ও শিক্ষাক্ষেত্রসহ বিভিন্ন ক্ষেত্রে রওশনারা, মাহমুদ সাবরিনা, সূচিত্রা রানী সিং ও ময়নাকে ‘জয়িতা অন্বেষনে বাংলাদেশ’ জয়িতা সন্মাননা প্রদান করেন।

Bootstrap Image Preview