Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ব্রাহ্মণবাড়িয়া হানাদার মুক্ত দিবসে কুবিতে মোমবাতি প্রজ্জ্বলন

কুবি প্রতিনিধি 
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৮, ০১:৩৫ PM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮, ০১:৩৫ PM

bdmorning Image Preview


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীরা 'ব্রাহ্মণবাড়িয়া হানাদার মুক্ত দিবস’ পালন করে। গতকাল শনিবার সন্ধ্যা ছয়টায় মোমবাতি প্রজ্জ্বলন, মোমবাতি ও ফুল দিয়ে বাংলাদেশের মানচিত্র অঙ্কনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে দিবসটি পালন করা হয়।

‘ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদে’র উদ্যোগে মোমবাতি প্রজ্জ্বলনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মোঃ বেলাল হোসাইন, মার্কেটিং বিভাগের প্রভাষক আওলাদ হোসেন বিপ্লব, শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ, সংগঠনটির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাওন, সভাপতি এ জে রাব্বি সহ বিভিন্ন শিক্ষার্থীরা।

সংগঠনটির সভাপতি এ জে রাব্বি জানান, 'মহান মুক্তিযুদ্ধের বীরদের আত্মত্যাগ সম্পর্কে তরুণ প্রজন্মকে জানানো ও স্মরণ করতেই আমাদের এই আয়োজন। ভবিষ্যতে এরকম আয়োজন আরো বৃহৎ পরিসরে করা হবে।

উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে (আট ডিসেম্বর) পাক হানাদার বাহিনীর থাবা থেকে মুক্ত হয় ব্রাহ্মণবাড়িয়া। একই দিনে কুমিল্লাও হানাদার মুক্ত হয়।

Bootstrap Image Preview