Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মঙ্গলে এ কোন প্রাণী!

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৮, ১২:৩৩ PM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮, ১২:৩৩ PM

bdmorning Image Preview


সম্প্রতি নাসার মঙ্গলযানে একটি অদ্ভুত উজ্জ্বল আলো ধরা পড়েছে। মঙ্গলের চারদিকে ঘুরতে ঘুরতে রোভার ক্যামেরায় তিনটি ছবি তুলেছে। তিন বার যে ছবিটি উঠেছে তা কোন রেডিয়েশন বা কিছুর রিফ্লেকশন হতে পারে না বলেই এই ব্লগটিতে দাবি করা হয়েছে।

এই ছবিগুলো নিয়ে শুরু হয়েছে কন্সপিরেসি থিয়োরিস্টদের নতুন জল্পনা। সেই আলো যেভাবে একই জায়গায় স্থির হয়ে রয়েছে, তাতে ক্যামেরার কোন ভুল বা দাগ বলে মনে হচ্ছে না।

জনপ্রিয় ইউএফও ব্লগে নাসা এই অদ্ভুত আলোর দিকে তাদের মঙ্গলযান রোভারকে নিয়ে যায়নি। কারণ তাতে রোভার খারাপ হয়ে যেতে পারত।  এটি কোন প্রাণের সন্ধান দিতে পারে বলেই তাদের দাবি। কিন্তু নাসা এনিয়ে বেশি খোঁজ নিল না কেন? আসলে রোভারকে কাছে নিয়ে গেলে তার ক্ষতি হতে পারত বলেই নাসা এটি নিয়ে আর এগোয়নি বলে কন্সপিরেসি থিয়োরিস্টদের দাবি। খবর এবেলা।

Bootstrap Image Preview