Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ত্রিশাল মুক্ত দিবস উপলক্ষে জাককানইবি'র আনন্দ শোভাযাত্রা

জাককানইবি প্রতিনিধি
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৮, ১২:১২ PM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮, ১২:১২ PM

bdmorning Image Preview


আজ ৯ ডিসেম্বর, ত্রিশাল মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে ময়মনসিংহের ত্রিশাল থানা পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয়েছিল।

আর দিবসটি পালন উপলক্ষে আজ রবিবার সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি') থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে  সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কবি কাজী নজরুল ইসলাম এর প্রতিকৃতিতে ও ‘চির উন্নত মম শির’-এ পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

র‍্যালিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর, প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান, শিক্ষক সমিতি, কর্মকর্তা পরিষদ ও ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব, সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা। 

Bootstrap Image Preview