Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বান্দরবানে বীর বাহাদুরের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

এস.কে নাথ, বান্দরবান প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৮, ০৬:৫৪ PM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৮, ০৬:৫৪ PM

bdmorning Image Preview


বান্দরবানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর বাহাদুর উশৈসিং এমপি'র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ ডিসেম্বর) সকালে বীর বাহাদুরের বাসভবনের সামনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

অন্যান্যদের মধ্যে প্রেসক্লাবের সাবেক সভাপতি বাদশা মিয়া মাস্টার, বিটিভি'র প্রতিনিধি মনিরুল ইসলাম মনু, প্রেসক্লাবের বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সেক্রেটারি ফরিদুল আলম সুমন, এটিএন বাংলার প্রতিনিধি মিনারুল হকসহ কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি বীর বাহাদুর বলেন, আমি কখনো প্রতিশ্রুতি দিয়ে কোনও কাজ করিনি। সব সময় যা পেরেছি তাই করেছি। কোনও কাজ করার সুযোগ পেলে আমি কখনো তা হাত ছাড়া করিনি। যখন যেখানে যেমন-  মসজিদ, মন্দির, ব্রিজ, কালবার্ট, রাস্তাঘাটে কোন কাজের প্রয়োজন দেখা দিয়েছে তা আমি নিজ উদ্যোগেই করেছি।

এসময় তিনি আগামীতে বান্দরবানকে সুন্দর করে সাজাতে কি ধরণের উন্নয়ন করতে হবে তার জন্য সাংবাদিকদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ নিয়েছেন।

তিনি আরও বলেন, আমি আগামীতে যদি আবারও ক্ষমতায় আসতে পারি তবে অবশ্যই সাংবাদিকদের দেওয়া সব পরামর্শ অনুযায়ী কাজ করে যাব।

Bootstrap Image Preview