Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জনগণকে সচেতন করতে খুলনায় 'ইভিএম' প্রদর্শনী শুরু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৮, ০৫:২৪ PM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৮, ০৫:২৫ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা-২ আসনে জনগণকে সচেতন করতে ইভিএম (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) প্রদর্শনী শুরু হয়েছে। নির্বাচনের আগের দিন পর্যন্ত এটা অব্যাহত থাকবে।

শনিবার (৮ ডিসেম্বর) খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হেলাল হোসেন সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ তথ্য জানান।

প্রাথমিকভাবে ২২ নম্বর ওয়ার্ডের চারটি কেন্দ্র খুলনা জেলা স্কুল, পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আবু হানিফ কেরাতুল কোরআন মাদ্রাসা ও ফাতেমা ম্যধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইভিএম প্রদর্শন করা হবে।

এ ছাড়া ১২ ডিসেম্বর থেকে পর্যায়ক্রমে ১৫৭টি কেন্দ্রে ইভিএম প্রদশর্নীর আয়োজন করা হবে।

এ বিষয়ে জেলা প্রশাসক বলেন, ইভিএম নিয়ে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মধ্যে যে সকল প্রশ্ন আছে তা এই প্রদর্শনীর মাধ্যমে দূর হবে।

মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, জেলা নির্বাচন অফিসার মো. মাজহারুল ইসলাম, নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক এএসএম ইকবাল হাসান, খুলনা প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview