Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

জীবননগরে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত সদস্য আটক

 জীবননগর (চুয়াডাঙ্গা)প্রতিনিধি
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৮, ০৩:৪২ PM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৮, ০৩:৪২ PM

bdmorning Image Preview


চুয়াডাঙ্গার জীবননগরে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার রাত সাড়ে ৪টার সময় উপজেলার কর্সাডাঙ্গা লাইনপাড়ার আঃ সামাদের আখখেতের মধ্যে থেকে তাদের আটক করে পুলিশ।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়া জানান, আন্দুলবাড়ীয়া ইউনিয়নের শাহপুর ক্যাম্পের এএসআই মুসফিকুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একদল ডাকাত কর্চ্চাডাঙ্গা লাইনপাড়ায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। 

শাহপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালায়। এ সময় ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে থাকে। ডাকাতদল পালানোকালে পুলিশ ২ জনকে আটক করতে সক্ষম হয় ও তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ৪টি ধারালো হাসুয়া উদ্ধার করে।

আটক ডাকাত সদস্যরা কর্চ্চাডাঙ্গা জোলপাড়ার খোরশেদ আলীর ছেলে ইমন আলী (৩০) এবং একই গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে সলেমান হোসেন ওরফে সুরমান (৪৮)। এ বিষয়ে জীবননগর থানায় একটি মামলা হয়েছে। 

Bootstrap Image Preview