Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিজয়ের মাসে সাত বীরশ্রেষ্ঠ’র নামে কলাপাড়ায় সাতটি পাঠাগার 

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৮, ০২:৫০ PM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৮, ০২:৫০ PM

bdmorning Image Preview


মহান বিজয়ের মাসে জাতির সূর্য সন্তান সাত বীরশ্রেষ্ঠ’র নামে পটুয়াখালীর কলাপাড়ার সাতটি প্রাথমিক বিদ্যালয়ে সাতটি পাঠাগার প্রতিষ্ঠা করা হয়েছে। কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পাঠাভ্যাস গড়ে তোলা, সৃজনশীল কাজে সম্পৃক্তসহ নেতৃত্ব বিকাশের জন্য এসব পাঠাগার প্রতিষ্ঠা করা হয়েছে।

আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা একশন এইড বাংলাদেশের আর্থিক সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা আভাস সহযোগিতায় কলাপাড়া উপজেলার চম্পাপুরের বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য পাটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব পাটুয় সরকারি প্রাথমিক বিদ্যালয়, লালুয়া হাটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চান্দু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ ডাবলুগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাজী কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব পাঠাগার প্রতিষ্ঠা করা হয়েছে।

স্কুল ভিত্তিক এসব পাঠাগার পরিচালনার জন্য দু’দিন ব্যাপী প্রশিক্ষণের আয়োজন করে একশন এইড বাংলাদেশ ও আভাস।

প্রশিক্ষণে সাতটি বিদ্যালয়ে ১৪ জন শিক্ষক শিক্ষিকাসহ মোট ২০জন অংশগ্রহণ করে। প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ পরিচালনা করেন একশন এইড বাংলাদেশ’র স্পন্সরশীপ ম্যানেজার মনিকা বিশ্বাস। গতকাল শুক্রবার দিনব্যাপী কলাপাড়া অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে শিশু সুরক্ষা, শিশু বান্ধব শিক্ষা পরিবেশ ও বিদ্যালয় সজ্জা বিষয়ে প্রশিক্ষণার্থীদের হাতে কলমে শেখানো হয়।

পরে প্রশিক্ষণ গ্রহণকারী প্রতিটি বিদ্যালয়ের শিক্ষকদের হাতে পাঠাগারের জন্য বুক সেলফ ও শিশুতোষ নানা বই তিুলে দেন আভাসের নির্বাহি পরিচালক রহিমা সুলতানা কাজল। এসময় অন্যানের মধ্যে উপিস্থত ছিলেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মেজাব উদ্দিন মাননু, ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচি সহকারী পরিচালক আসাদ-উদ-জামান, আভাসের প্রকল্প ব্যবস্থাপক মনিরুল ইসলাম।

আভাসের প্রকল্প ব্যবস্থাপক মনিরুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ছাড়াও ছড়া, কবিতা শিশুতোষ উপন্যাস, বিজ্ঞান ভিত্তিক উপন্যাসের প্রায় সাড়ে চার শতাধিক বই প্রতিটি বিদ্যালয়ের পাঠাগারের জন্য দেয়া হয়েছে। শিশুদের মাঝে পাঠাভ্যাস গড়ে তোলা যায় তবে সে নিজেকে সৃজনশীল কাজে সম্পৃক্ত করবে। অপসংস্কৃতি থেকে দূরে থাকবে। উন্নত মানসিকতার অধিকারী হবে।   

Bootstrap Image Preview