Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বন্যার হাত থেকে শহর বাঁচাতে সুড়ঙ্গ তৈরি জাপানের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৮, ১২:১৮ PM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৮, ১২:২০ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


সুড়ঙ্গের কথা উঠলেই অনেকেরই মনে পড়তে পারে প্রাচীন সময়ের কথা অথবা জঙ্গিদের গোপন রাস্তা অথবা সামরিক প্রয়োজনের কথা৷ কিন্তু বন্যার হাত থেকে বাঁচতে জাপান তৈরি করে ফেলেছে আস্ত এক সুড়ঙ্গ ৷ যা আটকাবে বন্যা ৷ অবাক লাগলেও এমনটাই হয়েছে৷ দেশের স্বার্থে এ ধরনের পদক্ষেপ বাস্তবায়ন করে দেখাল জাপান। 

জানা গেছে, বন্যা থেকে মুক্তি পেতে টোকিওতে মাটির নিচে ৬.৩ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ তৈরি করা হয়েছে। আর এই সুড়ঙ্গে ৫০০ টন ওজনের স্তম্ভ তৈরি করা হয়েছে, যা সুড়ঙ্গের স্থায়িত্ব আরও বাড়িয়ে তুলবে।

লি কুয়ান স্কুল অব পাবলিক পলিসি ইনস্টিটিউট অব ওয়াটার পলিসি, সিঙ্গাপুরের বিশেষজ্ঞ সিসিলিয়া টোর্টাজাডার মতে, সুড়ঙ্গ দেখেই যে কেউ বুঝতে পারবে টোকিওকে কিভাবে তৈরি করা হয়েছে৷ সুড়ঙ্গে মেট্রোপলিটন এরিয়াকে আউটার আন্ডারগ্রাউন্ড ডিসচার্জ চ্যানেল নাম দেওয়া হয়েছে। এই সুড়ঙ্গের পলে উত্তর টোকিওতে বন্যার আশঙ্কা কমে যবে বলে আশা করা হচ্ছে।

প্রায় ১৩ বছর ধরে ২৫ হজার কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে এটু৷ জল সুড়ঙ্গ থেকে বাইরে বের করে দেওয়ার জন্য ১৩ হাজার হর্স পাওয়ারের মোটর লাগানো হয়েছে। 

প্রসঙ্গত, ১৯৪৭ সালে কাথলিন সাইক্লোনে বিপর্যস্ত হয়ে যায় জাপান৷ প্রায় ১১০০ জনের প্রাণ যায়। ১৩ হাজার বাড়ি ধ্বংস হয়ে যায়। এই ভয়ঙ্কর বন্যা থেকে মুক্তি পেতেই এই সুড়ঙ্গের নির্মাণ করা হয়েছে।

Bootstrap Image Preview