Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধুনটে ব্যারিস্টার স্কলারশিপ পেল ৩০ শিক্ষার্থী

রফিকুল আলম, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০১৮, ০৮:২০ PM
আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৮, ০৮:২০ PM

bdmorning Image Preview


বগুড়ার ধুনটে ব্যারিস্টার স্কলারশিপ পেয়েছে উপজেলার ৩০ জন মেধাবী শিক্ষার্থী।

শুক্রবার (৭ ডিসেম্বর) বিকেলে জিমকল ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত ব্যারিস্টার স্কলারশিপে উপজেলার ৩৬ টি উচ্চ বিদ্যালয়ের ১৫০ জন মেধাবী ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।

তন্মধ্যে ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নুশরাত জাহান ১ম, একই বিদ্যালয়ের ছাত্র মিগদাত হক ২য় ও ভান্ডারবাড়ি আবু ছালেহা জহুরা উচ্চ বিদ্যালয়ের ছাত্র মাসুদ রানা ৩য় স্থান অধিকার করেছে। এছাড়া উপজেলার শ্রেষ্ঠ শিক্ষিকা হিসেবে নির্বাচিত হয়েছেন, কান্তনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান।

এদিকে সংগীতে রাষ্ট্রপতি পদক পাওয়ায় ব্যারিস্টার স্কলারশিপ প্রদান কমিটির পক্ষ থেকে কন্ঠশিল্পী নাজিফা তাসনিম লাবীবাকে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।   

ব্যারিস্টার স্কলারশিপ ও সম্মাননা প্রদান কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক শাহাদত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ব্যারিস্টার স্কলারশিপের প্রতিষ্ঠাতা সুপ্রিম কোর্টের আইনজীবি ব্যারিস্টার আনোয়ারুল ইসলাম শাহীন, জিমকল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ আমিনুল ইসলাম, প্রভাষক আব্দুর নূর, প্রভাষক এনামুল হক, প্রভাষক ওবায়দুল হক লিটন, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, সহ সভাপতি মাসুদ রানা, শিক্ষক আব্দুল মজিদ, ইবনে সউদ জনি, ঢাবি শিক্ষার্থী সাগর হোসেন, রবিউল ইসলাম, নাদু মিয়া, নাঈম হাসান, মাছুম ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী নুসরাত জাহান প্রমুখ।

Bootstrap Image Preview