Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

উপস্থাপকে লাইভে আগুনের গোলা ছুঁড়ে মারলো দুর্বৃত্তরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০১৮, ০৭:৫৮ PM
আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৮, ০৭:৫৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


টিভিতে লাইভ টক শো চলাকালীন উপস্থাপকের ওপর আগুনের গোলা ছুঁড়ে মারলো দুর্বৃত্তরা।  চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের একটি বেসরকারি টিভি চ্যানেলের স্টুডিওতে।

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার ঘটনার সময় পাকিস্তানের উগ্রপন্থা নিয়েই আলোচনা চলছিল লাইভ সম্প্রচারে।প্যানেলে থাকা এক ব্যক্তির সঙ্গে আলোচনা চালাচ্ছিলেন উপস্থাপক।  তখনই ঘটে ওই ঘটনা।  উপস্থাপকের উদ্দেশে উড়ে এল আগুনের গোলা।

ভিডিওতে দেখা যাচ্ছে, আচমকাই ভয়ঙ্কর ওই হামলায় কার্যত অসহায় হয়ে যায় সঞ্চালকের মুখ।  তিনি তড়িঘড়ি তার আসন থেকে উঠে পড়েন।  এর পর দ্রুত ক্যামেরার আড়ালে চলে যান।

এ ঘটনায় কেউ আহত হননি বলে প্রতিবেদনে আরও জানানো হয়েছে।  তবে স্টুডিওর এ ভয়াবহ হামলা ঠিক কারা চালিয়েছে, বা ঘটনার পরে ঠিক কী হয়েছিল, তা জানা যায়নি এখনও।

ঘটনার একটি ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমগুলোতে।  এদিকে পাকিস্তানের সংসদ নির্বাচনের আগ থেকেই দেশটির মিডিয়ায় ক্ষমতাসীনদের অধীনে কাজ করছে।  সরকার বিরোধী কার্যকলাপ নিয়ে প্রতিবেদন প্রকাশের দায়ে ইতিমধ্যেই কয়েকবার দেশটির সংবাদমাধ্যম ‘ডন’ বন্ধ করে দেওয়া হয়।

Bootstrap Image Preview